সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এবার সিয়ামের সঙ্গে ইধিকা পাল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ওপারের ছোটপর্দার পরিচিত মুখ হলেও টলিউডে সুবিধা করতে পারছিলেন না ইধিকা পাল। ঠিক তখন ঢালিউডে সুযোগ আসে। সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ছবিতে দেখা যায় তাকে।

ছবিটি ভাগ্য বদলে দিয়েছে তার। শাকিবের বদৌলতে এখন টলিউডের সিনেমায় নাম লিখিয়েছেন। তবে তার চেয়ে বেশি সক্রিয় ঢালিউডে। সম্প্রতি সিয়াম আহমেদের সঙ্গে ‘সিকান্দার’ নামে একটি ছবিতে যুক্ত হয়েছেন তিনি। সংবাদমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা তামিম রহমান।

নির্মাতা বলেন, দুজনের সঙ্গে কয়েকবার বসা হয়েছে। গল্প শুনেছেন। কাজটি করার জন্য দুজনই রাজি। শুটিংয়ের জন্য তারা প্রস্তুত হচ্ছেন। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করার কথা সিয়ামের।

আরও পড়ুন: ‘তুফান’-এ শাকিবের নায়িকা মিমি চক্রবর্তী

‘সিকান্দার’ নির্মিত হবে সংকটের গল্প নিয়ে। যৌথভাবে এর গল্প লিখেছেন তামিম রহমান, সরদার সানিয়াত ও অনন্য মামুন। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।

বাংলাদেশেও আরও এক ছবিতে রয়েছেন ইধিকা। ‘কবি’ নামের সে সিনেমায় তার বিপরীতে আছেন শরিফুল রাজ। ছবিটির নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। এছাড়া টলিউডে দেবের সঙ্গে ‘খাদান’ নামে একটি ছবিতেও কাজ করছেন তিনি। 

এসকে/ 

ইধিকা পাল সিয়াম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন