সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে *** র‌্যাব পরিচয়ে তুলে নেওয়ার ১৬ মাস পর বাড়ি ফিরলেন যুবক *** সকল সম্প্রদায়ের উৎসবে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে *** অবশেষে ভারত-পাকিস্তান ম্যাচের আনুষ্ঠানিক সূচি ঘোষণা *** ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুর, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে *** ৯ গোলের ম্যাচে লিভারপুলের সহজ জয় *** ৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক *** রূপপুর বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি : যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ *** আগাম আলু চাষে ভালো লাভ, খুশি লালমনিরহাটের কৃষকরা *** সন্তানের অনুপ্রেরণায় কমলা চাষ, কম খরচে অধিক লাভ

ভালো চাকরি চান? তৈরি করুন ‘স্মার্ট সিভি’

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে চাকরি যেন সোনার হরিণ। এই সোনার হরিণ পেতে প্রথমেই আপনার যে জিনিসটি প্রয়োজন তা হলো একটি ভালো মানের সিভি। চাকরি পাওয়ার জন্য ভালো একটি সিভি শুধু কাগজের একটি ডকুমেন্ট নয়। এটা এতটাই গুরুত্বপূর্ণ যা অচেনা কারো কাছে আপনাকে নিখুঁতভাবে তুলে ধরবে। কোন কাজের জন্য আপনি দক্ষ ও যোগ্য হবেন তাও বলে দিতে পারে একটি স্মার্ট সিভি। কীভাবে তা তৈরি করবেন আসুন জেনে নেই-

একটি স্মার্ট সিভি আপনি অনলাইনে তৈরি করে নিতে পারেন। এখানে আপনার জেনে রাখা ভালো যে আপনি যদি অফলাইনে আপনার সিভি তৈরি করেন তাহলে আপনাকে এমএস ওয়ার্ডের সাহায্যে সিভি তৈরি করতে হবে। অফলাইনে সিভি তৈরির বড় অসুবিধা হলো আপনাকে এমএস ওয়ার্ডে তথ্য টাইপ করতে হবে এবং আপনার সিভি টেমপ্লেট কেমন হবে তা আপনার ওপর নির্ভর করবে। যে কারণে আপনার সিভি সঠিক নিয়মে তৈরি হচ্ছে কিনা তা আপনি নাও বুঝতে পারেন।

আরো পড়ুন : ভয়কে জয় করবেন যেভাবে

কিন্তু অনলাইনে আপনাকে এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে না। অনলাইনের সিভি তৈরির ওয়েবসাইটগুলোর টেমপ্লেটগুলো তৈরি হয় আন্তর্জাতিক মান অনুযায়ী। তাই অনলাইনে আপনার পছন্দের ওয়েবসাইট থেকে সিভিটি তৈরি করুন।

জবসকেনস রিজিউম বিল্ডার, কেক রিজিউম, জেটি, রিজিউম জিনিয়াসের মতো ওয়েব সাইটগুলোতে আপনাকে নির্দিষ্ট প্যাকেজ কিনে সিভি তৈরি করতে হবে। আর মাই পারফেক্ট রিজিউম, ইনডিড, রিজিউম ডট কম, নভোরিজিউম, রিজিউম নাও, হ্লুম এর মতো ওয়েবসাইটগুলোতে সম্পূর্ণ ফ্রিতে আপনি আপনার সিভি তৈরি করতে পারবেন। এক্ষেত্রে নির্দিষ্ট টেমপ্লেট পছন্দ করে তাতে নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য দিলে স্বয়ংক্রিয়ভাবে আপনার সিভিটি তৈরি হয়ে যাবে।

আপনার ক্যারিয়ার শুরুর আগে তাই এইসব ওয়েবসাইটের যে কোনো একটি থেকে সিভি তৈরি করে নিন। আর সময়ের সঙ্গে সঙ্গে তা আপডেট করে নিন। চাকরি নামের সোনার হরিণ আপনার হাতে ধরা দেবেই।

এস/ আই.কে.জে/


‘স্মার্ট সিভি’ ভালো চাকরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন