ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিততেই আমেরিকা ছাড়ছেন তার বিরোধী হলিউড তারকারা। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।
হলিউডের বেশ কয়েকজন তারকা আছেন এ তালিকায়। গেল জুলাইতে অভিনেত্রী শ্যারন স্টোন জানিয়েছিলেন ট্রাম্প জিতলে আমেরিকা ছাড়বেন তিনি। বাসা বাঁধবেন ইতালিতে। সেখানে বাড়িও আছে তার। অভিনেত্রী বলেছিলেন, “এই প্রথম এমন কাউকে দেখলাম, যিনি এত ঘৃণা ও অত্যাচারের পরিবেশের মধ্যে থেকেও প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নামতে পেরেছেন।”
ট্রাম্প-সমালোচকদের মধ্যে অন্যতম মার্কিন অভিনেত্রী-গায়িকা চের। হোয়াইট হাউসে ট্রাম্প আসলে তিনি দেশ ত্যাগ করবেন বলে জানিয়েছিলেন। নির্বাচনের আগে বলেছিলেন, “গতবার আমার আলসার হয়ে যাচ্ছিল। এবারও যদি তিনি প্রেসিডেন্ট হয়ে ফিরে আসেন, আমাকে দেশে ছেড়ে বেরিয়ে যেতে হবে।”
এরইমধ্যে দেশ ছেড়েছেন ব্রিটিশ অভিনেত্রী মিনি ড্রাইভার। জুলাইয়ে আমেরিকা ত্যাগের সময় ৫৪ বছর বয়সী এ তারকা বলে গেছেন, “ট্রাম্প এলে আমি হয়তো আর ফিরব না।”
প্রসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়লাভের পর একই সুরে কথা বলেছেন ব্রিটিশ অভিনেত্রী সোফি টার্নার। সাফ জানিয়ে দিয়েছেন আর থাকছেন না মার্কিন মুলুকে। জন্মস্থান ব্রিটেনে চলে যাবেন তিনি।
আরও পড়ুন: একটি দেশে নাটক, গান, চিত্রকলা বন্ধ হলে কী থাকে: মামুনুর রশীদ
এদিকে ট্রাম্পের জয়ে খুশি টুইটারের কর্ণধার ইলন মাস্ক। তবে অখুশি তার রূপান্তরকামী কন্যা ভিভিয়ান। কেননা ট্রাম্প রূপান্তরকামীদের প্রবল বিরোধী। এতে আতঙ্কিত ভিভিয়ান। নির্বাচনের পর সোশ্যাল হ্যান্ডেলে তিনি লিখেছেন, “আমি বহুদিন ধরেই ভেবেছি। তবে এখন নিশ্চিত হলাম, মার্কিন যুক্তরাষ্ট্রে আমার কোনো ভবিষ্যৎ নেই। যদিও উনি (ট্রাম্প) মাত্র ৪ বছর ক্ষমতায় থাকবেন, হয়তো রূপান্তরকামীদের উপর আচমকাই কোনো নিষেধাজ্ঞা চাপানো হবে না। কিন্তু যে সমস্ত মানুষ বিপুল ভোট দিয়ে ট্রাম্পকে জিতিয়েছেন, তাঁরা তো থাকবেনই।”
এবারের নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। হলিউড তারকাদের বড় একটি অংশ সমর্থন জানিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত এই নারীকে। কিন্তু বিপুল সম্ভাবনা থাকার পরও ট্রাম্পের কাছে ধরাশয়ী হন কমলা।
এসি/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন