সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

কী কারণে চলন্ত ট্রেনের পাশে ছুরি ধরে রেখেছিলেন সেই ফলবিক্রেতা?

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ২১শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

রেল লাইনের পাশেই ফলের দোকান হওয়ায় চুরি হওয়ার ভয়ে দোকানের সামনে দাঁড়িয়ে চলন্ত ট্রেনের পাশে ছুরি ধরে দাঁড়িয়েছিলেন এক দোকানি। সম্প্রতি ফল বিক্রেতার এমন একটি দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। 

কেন চলন্ত ট্রেনের পাশে ছুরি ধরে দাঁড়িয়েছিলেন এর পেছনের কারণ হিসেবে সে দোকানদার জানান, ‘ট্রেন থেকে বখাটেরা ইট-পাথর ছুড়ে মারে, থুতু ফেলে, ফলে হাত দিয়ে সব ফেলে দেয়। এসব কারণে আমরা একটা লাঠি নিয়ে রাখি সবসময়। তবে সেদিন হাতের কাছে লাঠি না থাকায় ভয় দেখানোর জন্য আমি ছুড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলাম। তবে ভিডিওটির ঘটনা বাংলাদেশের কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।

আরো পড়ুন : এক সপ্তাহ পরেই বাজারে আসছে দিনাজপুরের বেদানা লিচু

পাশের আরেক দোকানদার জানান, ‘এখান দিয়ে ট্রেন যাওয়ার সময় অনেকে ঝুলিয়ে রাখা ফলে হাত দিয়ে নিয়ে যায়। সেটা না পারলে সব ফেলে নষ্ট করে দিয়ে যায়। এভাবে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। তাই আমরা সবাই সবসময় সাথে একটি লাঠি রাখি।’ 

এদিকে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের নেটিজেনরা আলোচনা সমালোচনা করছেন। মো. আলি আকবর নামে একজন লিখেছেন, এগুলো হাসির বিষয় না। লজ্জাজনক এগুলো, দেশের মানুষের নীতিনৈতিকতা কোন পর্যায়ে চলে গেছে। মানুষের নৈতিক মূল্যবোধ নিচে নামতে নামতে একেবারে নাই হয়ে গেছে। সেটা ভেবে কষ্ট লাগে।

মাকসুদুল রহমান মুন নামে একজন লিখেন, কেউ তার কষ্টের সম্পদ রক্ষা করতে কৌশল অবলম্বন করছে সেটা দেখে আমাদের হাসি পায়, আর এদিকে মুদ্রার উল্টোপিঠে। আমাদের নৈতিক মূল্যবোধ যে নিচে নেমে নাই হয়ে গেছে সেটা ভেবে আমাদের কষ্ট লাগে না। ইনফ্যাক্ট সেই ভাবনাই আসে না।

এস/


ট্রেন ফলবিক্রেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন