রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স), তেজগাঁও, ঢাকা একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ১৩ ক্যাটাগরির পদে চতুর্থ থেকে ১৫তম গ্রেডে শিক্ষকসহ ২৪ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে পাঠাতে হবে।

১. পদের নাম: সহযোগী অধ্যাপক (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং)

পদসংখ্যা: ৩ (টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে ১টি, ডাইজ অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি ও এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি)।

বেতন স্কেল: ৫০,০০০–৭১,২০০ টাকা (গ্রেড–৪)


২. পদের নাম: সহকারী অধ্যাপক (কেমিক্যাল ও ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং)

পদসংখ্যা: ২ (টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে ১টি ও ডাইজ অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি)।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)


৩. পদের নাম: প্রভাষক

পদসংখ্যা: ১৫ (ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩টি, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫টি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩টি, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে ২টি, ডাইজ অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি ও টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি)।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)


৪. পদের নাম: সিকিউরিটি ইনস্পেক্টর

পদসংখ্যা: ১ (সাধারণ প্রশাসন শাখা, রেজিস্ট্রার দপ্তর)

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)


৫. পদের নাম: ড্রাইভার (হেভী)

পদসংখ্যা: ৩ (যানবাহন শাখা, রেজিস্ট্রার দপ্তর)

বেতন স্কেল:  ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)


আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস বা ওয়েবসাইট থেকে জীবনবৃত্তান্তের ফরমেট সংগ্রহ করতে হবে। এই জীবনবৃত্তান্ত পূরণ করে পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা (শিক্ষক পদের ক্ষেত্রে সব সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টসহ) ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিসহ সহযোগী অধ্যাপক পদের জন্য ৭ সেট, সহকারী অধ্যাপক, প্রভাষক ও সিকিউরিটি ইনস্পেক্টর পদের জন্য ৫ সেট এবং ড্রাইভার (হেভী) পদের জন্য ২ সেট আবেদনপত্র দাখিল করতে হবে। আবেদনপত্রে ও খামের ওপর সুস্পষ্টভাবে পদের নামসহ বিষয় উল্লেখ করতে হবে। পদসংশ্লিষ্ট যোগ্যতা ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে https://www.butex.edu.bd/ জানা যাবে।

আবেদন ফি

অনলাইনে বুটেক্সের ওয়েবসাইটের এই লিংকে https://www.butex.edu.bd/ সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট, সোনালী ই-ওয়ালেট, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এমেক্স কার্ড, নেক্সাস কার্ড (ডিবিবিএল), বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ট্যাপ–এর মাধ্যমে ১ থেকে ৪ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ৫০ টাকা পরিশোধ করে (চার্জ প্রযোজ্য) জমা রশিদের বুটেক্স কপি মূল আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা-১২০৮।

আবেদনের সময় সীমা: ৬ই এপ্রিল থেকে ২০শে এপ্রিল ২০২৫।

আরএইচ/

বুটেক্সে চাকরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250