বুধবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা : ধারা অনুযায়ী যা যা করতে পারবে সেনাবাহিনী *** ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলো সেনাবাহিনী *** অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না : তারেক রহমান *** ৪৩তম বিসিএস : স্বাস্থ্য পরীক্ষা ও গোয়েন্দা প্রতিবেদনের পরই নিয়োগ *** নিহত পরিবারকে ক্ষতিপূরণ, আশুলিয়ায় শনিবার থেকে বন্ধ কারখানা চালু *** ঢাকায় একদিনে ট্রাফিক আইনে ১৫২ মামলা, জরিমানা ৭ লাখ টাকা *** সাবেক রেলমন্ত্রীকে রিমান্ডে পাঠানোর পর আদেশ স্থগিত *** কোন স্ট্যাটাসে দিল্লিতে শেখ হাসিনা, জানে না অন্তর্বর্তী সরকার *** বাংলাদেশকে আরও ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক *** জীবিকা সংকটে শান্তিপ্রিয় খুমিরা || দরকার বিত্তবানদের সহযোগিতা

১০ বছর জেল খেটে পেলেন ৬০০ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৫ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

আমেরিকায় ২০০৮ সালে শিকাগোর পশ্চিমে ১৯ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় সহযোগীর ভূমিকা পালনের দায়ে মার্সেল ব্রাউন নামের এক ব্যাক্তিকে ৩৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। সেই অপরাধে তিনি ১০ বছর জেলও খাটেন। তবে ২০১৮ সালে তার সাজা বাতিল করে দেন আদালত। বিনা অপরাধে ১০ বছর জেল খাটার জন্য ক্ষতিপূরণ বাবদ তাকে দেওয়া হয় ৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫৯৭ কোটি ৭৮ লাখেরও বেশি। 

বছর ১৫ আগের কথা। এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে। অভিযোগের আঙুল তোলা হল ৩৫ বছরের মার্সেল ব্রাউনের দিকে। হত্যাকাণ্ডের মতো এত বড় অপরাধের জন্য সাজা হিসেবে তাকে খাটতে হল ১০ বছরের জেল।

আরও পড়ুন: ফেনীতে বন্যা দুর্গতদের মাঝে ওষুধ আর ত্রাণ পৌঁছে দিল ড্রোন

কিন্তু এই দীর্ঘ সময় জেল খাটার পর বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর ঘটনা। গুলি করে হত্যা করার অপরাধে যিনি দীর্ঘদিন ধরে জেল খেটে আসছিলেন আসলে তিনি অপরাধীই নন। বিনা অপরাধে ১০ বছর জেল খাটার জন্যই ক্ষতিপূরণ তাকে দেওয়া হয় ৫০ মিলিয়ন মার্কিন ডলার।

এই ঘটনার পর আইনজীবীদের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ব্রাউন জানান, তিনি তখন বয়সে তরুণ ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনী তাকে ঠিক যেন সিংহে ভরা গুহায় রেখছিল। তারা মার্সেল ব্রাউনকে কোনো সুযোগ দেননি। এমনকি দেখাননি সহানুভূতিও।

এসি/কেবি

কোটি টাকা জেল

খবরটি শেয়ার করুন