ছবি: সংগৃহীত
ক্লাব বিশ্বকাপে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে ম্যাচ দেখছেন ইতালিয়ান কিংবদন্তি ফুটবলার রবার্তো বাজ্জো। আগের সেই ‘ডিভাইন পনিটেইল’ কিংবা মাথার পেছনে চুলের সেই ঝুঁটি আর নেই। মুখে বয়সের ছাপ থাকলেও হাসিটা অমলিন। লিওনেল মেসির পাশে দাঁড়িয়ে রবার্তো বাজ্জোর সেই হাসি আরও চওড়া হয়েছে। খবর বেইন স্পোর্টসের।
ইতালিয়ান কিংবদন্তি রবার্তো বাজ্জোর সঙ্গে সাক্ষাতের আনন্দে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার ছবিসহ একটি পোস্ট করেছেন মেসি। বাজ্জো অবশ্য খালি হাতে মেসির সঙ্গে দেখা করেননি। আর্জেন্টাইন কিংবদন্তিকে ইতালি জাতীয় দলে নিজের ১০ নম্বর জার্সি উপহার দিয়েছেন ৫৮ বছর বয়সী সাবেক এ ফরোয়ার্ড।
এদিকে সংবাদমাধ্যম জানিয়েছে, মেসি ও বাজ্জোর সাক্ষাৎ হয়েছে ইন্টার মায়ামির ড্রেসিংরুমে। পোর্তোর বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলন করছিলেন মায়ামির খেলোয়াড়েরা। বাজ্জো দেখা করতে আসবেন, তা নাকি মেসি জানতেন না। একটু চমকে গেলেও বাজ্জোকে বরণ করে নিতে দেরি করেননি আর্জেন্টাইন এ ফরোয়ার্ড।
ইতালির হয়ে ৫৬ ম্যাচে ২৭ গোল করা বাজ্জো ১৯৯৩ সালে ব্যালন ডি’অর এবং ফিফা বর্ষসেরার পুরস্কার জেতেন। সিরি আ জিতেছেন জুভেন্টাস ও এসি মিলানের হয়ে। জুভেন্টাসের হয়ে জেতেন উয়েফা কাপও। তিনটি আলাদা বিশ্বকাপে গোল করা একমাত্র ইতালিয়ান এ কিংবদন্তি পরিবার নিয়ে আমেরিকা গিয়েছেন ক্লাব বিশ্বকাপের খেলা দেখতে। সেখানে বিশেষ অতিথির সম্মানই তিনি পাচ্ছেন। বোকা জুনিয়র্সের ম্যাচে আর্জেন্টাইন ক্লাবটির সমর্থনে গলা ফাটাতে দেখা গেছে বাজ্জো ও তার মেয়েকে। বাবা-মেয়ে দুজনেই ক্লাবটির ভক্ত।
বাজ্জোর উপহার হাতে তার পাশে দাঁড়ানোর ছবি গতকাল মঙ্গলবার (১৭ই জুন) রাতে মেসির ইনস্টাগ্রামে পোস্ট করার পাশাপাশি ক্যাপশনে লেখা হয়, ‘কী সুন্দর ছবি! এ বিশেষ ও অর্থপূর্ণ উপহার ও দারুণ সব কথার জন্য ধন্যবাদ রবার্তো। আপনি ফুটবলের ঐতিহাসিক কিংবদন্তি। আপনি যখন আমাদের সঙ্গে দেখা করতে চান, তখন আপনাকে স্বাগত জানাতে পারাটা সব সময়ই আনন্দের।’
এদিকে মেসির এ পোস্টের মন্তব্যে বাজ্জোর ইনস্টাগ্রাম থেকে মন্তব্যে লেখা হয়, ‘বন্ধু, তোমার সঙ্গে দেখা করতে পারাটা সম্মানের ও আনন্দের।’
ক্লাব বিশ্বকাপে আটলান্টায় আগামীকাল বৃহস্পতিবার (১৯শে জুন) রাতে পোর্তোর মুখোমুখি হবে ইন্টার মায়ামি। এ টুর্নামেন্টে মেসির সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাজ্জোর। সংবাদমাধ্যম জানিয়েছে, জার্সিতে সই রয়েছে বাজ্জোর এবং জার্সিটি ১৯৯৪ বিশ্বকাপের। আমেরিকায় অনুষ্ঠিত সে বিশ্বকাপের ফাইনালে বাজ্জো টাইব্রেকার মিস করায় বিশ্বকাপ জিতে নেয় ব্রাজিল।
আরএইচ/