মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন *** গত বছর ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের শীর্ষে পাকিস্তানিরা, বাংলাদেশিরা চতুর্থ *** বিচার বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়োগে একমত বিএনপি-জামায়াত *** শিক্ষাসচিবকে প্রত্যাহার, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম *** মাইলস্টোনে আহতদের জন্য সিঙ্গাপুর থেকে আসছে চিকিৎসক দল: শ্রম উপদেষ্টা *** সেপ্টেম্বরের মধ্যে মিগ-২১ যুদ্ধবিমানের বহর বাতিল করবে ভারত *** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে, পাকিস্তানের বউ হচ্ছেন রাখি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০১ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

একের পর এক বিতর্ক যেন বলিউডের 'ড্রামা কুইন' রাখি সাওয়ান্তের নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে তুলকালাম, রীতিমতো শিরোনামে উঠে আসে বার বার। এর আগে দাম্পত্য জীবন নিয়ে তুমুল আলোচনায় ছিলেন। প্রেম, বিয়ে, ধর্মান্তরিত হওয়া, এরপর স্বামীর বিরুদ্ধে মামলা, জল একেবারে ঘোলা করে শেষ পর্যন্ত বিচ্ছেদ।

এবার ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের এই 'ড্রামা কুইন'। তৃতীয়বার পাকিস্তানে গাঁটছড়া বাধবেন অভিনেত্রী, সম্প্রতি নিজেই একথা প্রকাশ করছেন রাখি। 

এর আগে প্রথমবার রীতেশ রাজ সিং নামে এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন রাখি। তারপর আদিল খান দুরানির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু কোনও সম্পর্কই স্থায়ী হয়নি। তবে গত দু’বারের মতো নাকি আর ভুল করবেন না বলেই বদ্ধপরিকর রাখি। আর এবার ভারতীয় নয়, পাকিস্তানি পাত্রর সঙ্গে মালাবদল করবেন 'বিতর্কিত' অভিনেত্রী। রাখির হবু পাত্রের নাম দোদি খান। পেশায় তিনি একজন অভিনেতা এবং পুলিশ অফিসার।

এক সাক্ষাৎকারে রাখি বলেন, "পাকিস্তান থেকে বহু বিয়ের প্রস্তাব পাচ্ছি। পাকিস্তানের অনেক যুবকই আমাকে বিয়ে করতে চাইছেন। পাকিস্তানিরা খুবই পছন্দের আমার। বিয়ে নিয়ে আমার পুরনো অভিজ্ঞতা একেবারেই ভালো নয়। তাই এবার একটু ভালো করে পাত্র বেছে নিচ্ছি।" 

আরও পড়ুন: সালমানকে অপহরণ, কোটি টাকা দাবি!

হবু বরকে নিয়ে রাখি জানান, "দোদি আমার জীবনের সঠিক মানুষ। আমি নিশ্চিত যে এবার আমি সত্যিকারের ভালবাসা পেয়েছি।'’

অভিনেত্রী জানিয়েছেন, পাকিস্তানে বিয়ে করবেন তিনি। রিসেপশন হবে ভারতে। আর নেদারল্যান্ডস বা সুইজারল্যান্ডে হবে হানিমুন। রাখির কথায়, ‘‘ভারত ও পাকিস্তান একে অপরকে ছাড়া চলতে পারে না।”

এসি/কেবি


রাখি সাওয়ান্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন