বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হিন্দুপল্লিতে হামলা: গ্রেপ্তার পাঁচজন কারাগারে, রিমান্ড শুনানি কাল *** সংসদ নির্বাচনে ৭ শতাংশ আসনে থাকবে নারী প্রার্থী, প্রস্তাব ঐকমত্য কমিশনের *** ডিসেম্বরে নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু *** ৩৯ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আসছে, খসড়া চূড়ান্ত *** ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিশ্বকে দেখিয়েছে, ইরানের ভিত্তি কতটা মজবুত: খামেনি *** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ

স্থূলতায় কোলন ক্যানসারের ঝুঁকি বাড়ে ৫০ শতাংশ: গবেষণা

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ৯ই জুন ২০২৫

#

২০২৩ সালেই বিশ্বজুড়ে ৬৫ কোটিরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষ স্থূলতার মধ্যে পড়েছেন। ছবি: মায়ে ক্লিনিক

বিশ্বজুড়ে ক্যানসারজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ কোলোরেক্টাল ক্যানসার বা কোলন ও রেকটামের ক্যানসার। বয়স ও বংশগতির মতো পরিচিত ঝুঁকির পাশাপাশি বিজ্ঞানীরা এখন নিশ্চিত যে, স্থূলতাও এ ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৫০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে।

বিশ্বব্যাপী স্থূলতার হার বাড়তে থাকায় কোলোরেক্টাল ক্যানসার প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে তা শনাক্ত করার গুরুত্ব এখন আগের চেয়েও বেশি। তথ্যসূত্র নোরডিজ সায়েন্সের।

শুধু অতিরিক্ত ওজন থাকাই স্থূলতা নয়। এটি শরীরের হরমোন, রোগ প্রতিরোধব্যবস্থা ও কোষের কার্যকারিতার ওপর প্রভাব ফেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ১৯৭৫ সালের পর থেকে স্থূলতার হার প্রায় তিন গুণ বেড়েছে।

২০২৩ সালেই বিশ্বজুড়ে ৬৫ কোটিরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষ স্থূলতার মধ্যে পড়েছেন। এর ফলে নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে, যার মধ্যে কোলোরেক্টাল ক্যানসার একটি।

গবেষণা বলছে, স্থূল ব্যক্তিদের কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি স্বাভাবিক ওজনের তুলনায় ৩০ শতাংশ থেকে ৫০ শতাংশ বেশি। বিশেষ করে পেটের আশপাশে জমে থাকা চর্বি দীর্ঘমেয়াদি প্রদাহ সৃষ্টি করে, যা ক্যানসার হওয়ার পেছনে বড় ভূমিকা রাখে।

এ ছাড়া স্থূলতা শরীরের ইনসুলিন ও গ্রোথ হরমোনের কার্যকারিতাও বদলে দেয়, ফলে বৃহদান্ত্রে অস্বাভাবিক কোষ জন্মানোর ঝুঁকি বাড়ে এবং তা ধীরে ধীরে ক্যানসারে রূপ নিতে পারে।

ক্যানসার ও বিপাকক্রিয়ার বিশেষজ্ঞ ডা. মারিয়া থম্পসন বলেন, ‘স্থূলতা এমন এক পরিবেশ তৈরি করে, যেখানে ক্যানসার সহজে জন্মাতে পারে। এ কারণে স্বাস্থ্যকর ওজন ধরে রাখা কোলোরেক্টাল ক্যানসার প্রতিরোধে খুব গুরুত্বপূর্ণ।’

আশ্চর্যের বিষয় হলো—শরীরে মোট কতটা চর্বি আছে, তার চেয়ে কোথায় সেই চর্বি জমছে, তা বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে পেটের চর্বি, যাকে বলে সেন্ট্রাল অবেসিটি, সবচেয়ে বিপজ্জনক। এটি সাধারণত কোমরের মাপ বা কোমর-নিতম্ব অনুপাত দিয়ে পরিমাপ করা হয়।

২০২৫ সালে জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনে (জেএএমএ) প্রকাশিত একটি বড় গবেষণায় বলা হয়েছে, পুরুষদের মধ্যে প্রায় এক-চতুর্থাংশ কোলোরেক্টাল ক্যানসার কেবল কেন্দ্রীয় স্থূলতার কারণেই হতে পারে। এর মানে, কারও বিএমআই (বিএসআই) স্বাভাবিক থাকলেও যদি পেটে বেশি চর্বি জমে, তবে তিনিও ঝুঁকিতে রয়েছেন।

এইচ.এস/

গবেষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন