রবিবার, ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘দেশের নারীরা স্বতঃস্ফূর্তভাবে আইন পেশার সঙ্গে সংযুক্ত হচ্ছেন’ *** সৌদি তরুণী জারার ‘হালাল র‍্যাপ’ সংগীত নেট দুনিয়ায় জনপ্রিয় *** নাসার ওয়েবসাইটের নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিল ইরাকি কিশোর, পেল স্বীকৃতি *** ড. ইউনূস ইসরায়েলকে টাকা দিয়েছেন, এ দাবি ভুয়া: প্রেস উইং *** সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ ঢাকা আসছে *** সিইসির সঙ্গে বৈঠক করছে এনসিপি *** বিএনপি ‘সিরিয়াসলি’ সংস্কারে সহযোগিতা করছে: সালাহউদ্দিন আহমেদ *** জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপে বিএনপি *** হান্টিংটনের মাঠে মেসির আজকের ম্যাচে দর্শকের রেকর্ড *** আমেরিকার সঙ্গে বৈঠকের পর ইরান বলল, ‘ভালো বোঝাপড়া’ হয়েছে

ফরাসি নাট্যব্যক্তিত্বের লেখায় ঢাকার ‘হকারদের গান’ মঞ্চস্থ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৩ পূর্বাহ্ন, ২২শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফরাসি নাট্যব্যক্তিত্ব যাযি আয়ুন বেশ কিছুদিন ঢাকার নিউমার্কেট ও ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন। কাছ থেকে হকারদের কর্মতৎপরতা দেখেছেন। সে অভিজ্ঞতা নিয়ে লিখেছেন একটি নাটক। নাম ‘সংস অব হকারস’ বা ‘হকারদের গান’। এ নাটকে মজাচ্ছলে উঠে এসেছে  হকারদের জীবিকা থেকে জীবন সংগ্রামের কথকতা।

নাটক মানে শুধুই নিছক বিনোদন নয়। সেই সুবাদে মঞ্চনাটকে বিনোদনের সঙ্গে উপস্থাপিত হয় উপলব্ধির বাস্তবতা। শোনা যায় জীবনের প্রতিধ্বনি। ধরা দেয় চারপাশের চেনা জগৎ। খুঁজে পাওয়া যায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনের গল্প। তেমনই এক নাটক ‘সংস অব হকারস’।

বাংলা ভাষার সঙ্গে কিছুটা ইংরেজির মিশেলে সজ্জিত ভিন্নধর্মী প্রযোজনাটি মঞ্চে নিয়ে এসেছে ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজ, দ্য ঢাকা।

নাটকটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন ফরাসি লেখক ও নির্দেশক যাযি আয়ুন। গত দুই মাসের বেশি সময় ধরে চলে নাটকটি মঞ্চে নিয়ে আসার প্রস্তুতি। সেই সূত্র ধরে বর্তমানে জার্মান সাংস্কৃতিক কেন্দ্র ধানমন্ডির গ্যোয়েটে ইনস্টিটিউট আঙিনায় প্রতিদিন অনুষ্ঠিত হয় মহড়া। প্রযোজনাটিকে সার্থক করে তুলতে নির্দেশকসহ মঞ্চশিল্পীরা উজাড় করে দেন নিজেদের  শ্রম ও মেধাকে।   

প্রযোজনাটি প্রসঙ্গে যাযি আয়ুন সুখবর ডটকমকে বলেন, ‘হকারদের গান একটি হাস্যরসাত্মক নাট্য প্রচেষ্টা। এ নাটকে জীবিকার সঙ্গে উঠে এসেছে হকারদের সংগ্রামী জীবন। তারা শহরের মধ্যে মানবতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শহরের বিশৃঙ্খল জীবনের মধ্যে হকাররা বিভিন্ন পণ্য সুপার মার্কেটের চেয়ে সস্তা দামে বিক্রি করে সাধারণের সহজ করে তোলেন।’ 

সংলাপের সঙ্গে নৃত্য-গীত এবং পুতুলনাচের সংমিশ্রণ ঘটিয়ে অভিনয়শিল্পীরা ফরাসি নাট্যশৈলী ‘গ্র্যান্ড গুইনিওল’  কৌশলের প্রয়োগ করেছেন। ‘হকারদের গান’ প্রযোজনাটি মূলত একটি হাস্যরসাত্মক শিল্পিত প্রয়াস। মঞ্চশিল্পীদের উচ্চারিত সংলাপের মাঝে ধরা দিয়েছে সড়কে ঘুরে বেড়ানো হকারদের জীবিকা ও সংগ্রামী জীবনের কথা। এ নাটকের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্যকার ও নির্দেশক যাযি আয়ুন দৈনন্দিন জীবনের প্রতি তার ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন।

ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘সংস অব হকারস’ বা ‘হকারদের গান’। আলিয়ঁস ফ্রঁসেজের উদ্যোগে বৃহস্পতি (২০শে মার্চ) ও শুক্রবার (২১শে মার্চ) নাটকটি উপভোগ করেন ঢাকার দর্শকরা।

নাটকটি লেখার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন যাযি আয়ুন। নৃত্য, গান, পুতুলনাচ, অ্যাক্রোব্যাটিকসসহ বিচিত্র পরিবেশনায় প্রযোজিত নাটকটি দেখতে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল।

নাটকটিতে দৈনন্দিন জীবনের অতি পরিচিত তিনটি আলাদা গল্প সাজিয়েছেন লেখক; ‘দ্য সিক্রেট’, ‘দ্য থিফ রিওয়ার্ডেড’ ও ‘দ্য কম্পিটিশন’। আর মঞ্চে গল্পগুলো বলতে ১৯ শতাব্দীর ফরাসি নাট্যশৈলী ‘গ্র্যান্ড গুইনিওল’ কৌশল ব্যবহার করেছেন নির্দেশক।

১ ঘণ্টার নাটকে ঢাকার রাস্তার হকারদের ব্যস্ততা, ক্লান্তিকর জীবনের নানা মুহূর্ত উঠে এসেছে কৌতুকপূর্ণ উপস্থাপনায়। হাস্যরসের মধ্য দিয়ে হকারদের জীবিকা ও সংগ্রামের গল্প বলেছেন নাট্যকার।

নাটকটিতে অভিনয় করেছেন ইমাম হোসেন, মো. সোহেল রানা, পি কে ফজল, সুরাইয়া তাসনিম প্রমুখ।

এইচ.এস/

মঞ্চ নাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন