সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

র‍্যাবের নতুন মুখপাত্র হচ্ছেন কমান্ডার আরাফাত ইসলাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালকের দায়িত্ব পেতে যাচ্ছেন কমান্ডার আরাফাত ইসলাম।

আগামী বুধবার (২৪শে এপ্রিল) তাকে দায়িত্ব দিয়ে এই সংক্রান্ত অফিস আদেশ জারি হতে পারে। র‍্যাবের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, কমান্ডার আরাফাত ইসলাম বর্তমানে র‍্যাব-১৩-এর অধিনায়ক (সিও) হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছরের জানুয়ারিতে তিনি ব্যাটালিয়নের দায়িত্ব পান। ২০২২ সালে তিনি প্রেষণে র‍্যাবে আসেন।

আরো পড়ুন: জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা

এর আগে দীর্ঘ তিন বছর মুখপাত্রের দায়িত্ব পালন করা মঈন নিজ বাহিনীতে ফেরত যান। কমান্ডার মঈন ২০২১ সালের ২৫শে মার্চ র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালকের দায়িত্ব পান। মঈন নিজ বাহিনীতে ফেরত গেলেও পদটি এখন পর্যন্ত শূন্য রয়েছে। 

এইচআ/ 

র‍্যাবের মুখপাত্র কমান্ডার আরাফাত

খবরটি শেয়ার করুন