রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পঁচা মাংস সংরক্ষণ, হোটেল সিলগালাসহ ২ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৪ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বগুড়ায় মুরগির পঁচা মাংস সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রক্রিয়াজাতকরণের অভিযোগে রুচিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে দুই লাখ টাকা জরিমানা করে সিলগালা করে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

শুক্রবার (১৫ই মার্চ) সন্ধ্যা সাতটার দিকে শহরের নবাববাড়ী সড়কে রুচিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন বগুড়া ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী৷ এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা রাসেল মিয়া উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বেশি দামে খেজুর বিক্রি, ৯ ব্যবসায়ীকে জরিমানা

ইফতেখারুল ইসলাম রিজভী বলেন, শুক্রবার বিকেলে রুচিতা হোটেল থেকে মিলন চন্দ্র মোহন্ত নামে এক কর্মচারী ৩০ কেজি ব্রয়লার মুরগীর মাংস নিয়ে ফতেহ আলী বাজারে প্রক্রিয়াজাত করতে যায়। এ সময় বাজারের লোকজন মুরগীগুলো পঁচা বলে অভিযোগ করে প্রশাসনকে খবর দেয়। পরে খবর পেয়ে সেখানে গিয়ে দেখা যায় মুরগীগুলো পচা যা খাওয়ার অযোগ্য। পরে সেখানে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা এবং সিলগালা করে হোটেলটি বন্ধ করে দেওয়া হয়।

এসকে/ 

পঁচা মাংস হোটেল সিলগালা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন