শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত *** জাতীয়ভাবে লালন উৎসব উদযাপন অব্যাহত থাকবে: মোস্তফা সরয়ার ফারুকী *** নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি *** জুলাই সনদে স্বাক্ষর না করার যে ব্যাখ্যা দিল এনসিপি *** হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** স্বাধীনতার ঘোষণাপত্র থাকছে জুলাই সনদে, স্পষ্ট হলো নোট অব ডিসেন্ট *** আন্দোলনের অগ্রদূতদের অংশগ্রহণ ছাড়া জুলাই সনদ অর্থহীন: মঈন খান *** জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল *** জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে জাতির সঙ্গে গাদ্দারি হবে: তাহের *** জুলাই যোদ্ধাদের ওপর লাঠিচার্জ, টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ প্রসঙ্গে যা বললেন সারজিস

জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ এখন ভারত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২৬শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাপানকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে ভারত। গত শনিবার (২৪শে মে) ভারতের জাতীয় আয়োগ সংস্থার (নীতি আয়োগ) সিইও বিভিআর সুব্রহ্মণ্যম এ তথ্য জানিয়েছেন। খবর এবিপি আনন্দের।

আনন্দবাজার পত্রিকা আজ সোমবার (২৬শে মে) এক প্রতিবেদনে জানায়, ২০২৩ সালে ভারতীয় অর্থনীতির আকার ছিল সাড়ে তিন লক্ষ কোটি ডলার। চলতি বছর সেটাই বেড়ে ৪.৩ লক্ষ কোটি ডলারে পৌঁছেছে। দেশের আর্থিক বৃদ্ধির হার ওই অঙ্ক ছুঁয়ে ফেলতেই বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির ঘরে ঢুকে পড়েছে ভারত। নয়াদিল্লির সামনে এখনও রয়েছে আরও তিনটি দেশ। সেগুলো হল, আমেরিকা, চীন ও জার্মানি।

আনন্দবাজার পত্রিকা আরো জানায়, বিশেষজ্ঞদের অনুমান, ২০২৮ সালের মধ্যে বিশ্ব অর্থনীতির দৌড়ে পিছিয়ে পড়বে জার্মানি। প্রথম তিনে জায়গা করে নেবে ভারত।

এদিকে নীতি আয়োগের ১০ম গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর সুব্রহ্মণ্যম জানিয়েছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক রক্ষায় ভারতের অর্থনৈতিক পরিবেশ ইতিবাচক রয়েছে। তিনি বলেন, ‘বর্তমানে আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। ৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এখন আমাদের।’

আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফের তথ্য তুলে ধরে নীতি আয়োগের সিইও আরও বলেন, ‘অর্থনীতিতে জাপানকেও টপকে গিয়েছে ভারত। এখন শুধু আমেরিকা, চীন ও জার্মানি ভারতের থেকে অর্থনীতিতে বড়। যদি আমরা পরিকল্পিত পথেই চলি, তবে আড়াই-তিন বছরে আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হব।’

আইএমএফের তথ্য অনুযায়ী, সব থেকে বৃহত্তম অর্থনীতি আমেরিকার, ৩০ লাখ কোটি ডলারের। এরপর রয়েছে চীন, তাদের অর্থনীতি ১৯.২৩ লাখ কোটি ডলারের। তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হল জার্মানি, ৪.৭৮ লাখ কোটি ডলারের। চতুর্থ স্থানে রয়েছে ভারত ও চীন, দুই দেশেরই অর্থনীতি ৪.১৯ লাখ কোটি ডলারের। পঞ্চম স্থানে রয়েছে ব্রিটেন, তাদের ৩.৮৪ লাখ কোটি ডলারের অর্থনীতি রয়েছে। ৩.২১ লাখ কোটি ডলারের অর্থনীতি নিয়ে ফ্রান্সের অবস্থান ষষ্ঠ।

সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপেলকে ভারতে আইফোন তৈরি না করে আমেরিকাতেই তৈরি করতে বলেছেন। তার শর্ত না মানলে অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন। এ নিয়ে ভারতের কী মতামত, এ প্রশ্নের উত্তরে নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম বলেন, ট্যারিফ কী হবে, তা অনিশ্চিত। বর্তমান পরিস্থিতি বিচার করলে আমাদের এখানে আইফোন তৈরি করা সস্তা হবে।

এইচ.এস/

ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250