শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢামেকে এক ঘণ্টা অবরুদ্ধ আসিফ নজরুল, বেরোলেন বাগান গেট দিয়ে *** কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য *** আসিফ নজরুলকে 'ভণ্ডামি বাদ দিতে' বললেন হাসনাত আবদুল্লাহ *** অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল ও জরিমানা *** মুরগি খাওয়া রোধে পাতা ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ *** আর্জেন্টিনার হয়ে মেসির সময় তাহলে ফুরিয়ে এল *** লতিফ সিদ্দিকী যা বললেন আদালতে *** ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান *** আটকের ১২ ঘণ্টা পর মামলা লতিফ সিদ্দিকী, শিক্ষক কার্জনসহ ১৬ জন কারাগারে *** নির্বাচনী কর্মকর্তাদের জুতার মালা ও জেলের কথা মনে করিয়ে দিলেন ইসি

‘তালাক’ দিয়ে একই নারীকে বিয়ে করায় জয়পুরহাটে...

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

স্ত্রীকে রাগের মাথায় ‘তিন তালাক’ দিয়ে আবার বিয়ে করেন আবদুল জলিল প্রামাণিক। এরপর গ্রামের মাতব্বরেরা তাকে ‘সমাজচ্যুত’ করার সিদ্ধান্ত নেন। প্রায় দেড় বছর ধরে তাকে সামাজিক কোনো কাজে অংশ নিতে দেওয়া হয়নি। তিনি বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বিচার দেন। ইউএনও মীমাংসার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে দায়িত্ব দেন। সেই ঘটনার জেরে সম্প্রতি তাকে মারধোর করা হয়েছে উলঙ্গ করে, এ সময়ও ছবিও তোলা হয়। পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়।

সম্প্রতি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের বালুকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জলিল প্রামাণিক ওই গ্রামের দিনমজুর। মারধরের ঘটনায় তিনি থানায় একটি অভিযোগ করেন। পরে গত মঙ্গলবার (১৯শে আগস্ট) অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়। তবে এজাহারে ‘সমাজচ্যুত’ করে রাখার বিষয়টি উল্লেখ করা হয়নি।

গতকাল বুধবার সকালে বালুকাপাড়া গ্রামে গিয়ে জলিল প্রামাণিককে প্রায় দেড় বছর ধরে সমাজচ্যুত করে রাখার তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। স্থানীয় রায়কালী ইউপির চেয়ারম্যান মো. আবদুর রশীদ মণ্ডলও বিষয়টি জানেন। তিনি দুই পক্ষকে ইউপি কার্যালয়ে ডেকেও ‘সমাজচ্যুত’ করার বিষয়টি সমাধান করতে পারেননি।

ভুক্তভোগী পরিবার ও এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৪ সালের ২৭শে ফেব্রুয়ারি পারিবারিক কলহের জেরে রাগের মাথায় মৌখিকভাবে নিজের স্ত্রীকে ‘তালাক’ দেন জলিল। এ ঘটনার ২৯ দিন পর তিনি আবার স্ত্রীকে বিয়ে করেন। এ ঘটনায় গ্রাম্য মাতব্বরেরা ক্ষুব্ধ হয়ে জলিলের পরিবারকে সমাজচ্যুত করেন। তখন জলিল প্রামাণিক বিষয়টি আক্কেলপুরের ইউএনওকে জানান। ইউএনও রায়কালী ইউপি চেয়ারম্যান আবদুর রশীদ মণ্ডলকে বিষয়টি সমাধানের দায়িত্ব দেন। ইউপি চেয়ারম্যান প্রায় তিন মাস আগে উভয় পক্ষকে নিয়ে ইউপি কার্যালয়ে বৈঠকে বসেন। তবে কার্যত কোনো সমাধান করতে পারেননি। এতে গ্রাম্য মাতব্বরেরা জলিল প্রামাণিকের ওপর আরও ক্ষুব্ধ হন। ‘সমাজচ্যুত’ জলিল ১৫ই আগস্ট রাত আটটার দিকে গ্রামের মসজিদে যাচ্ছিলেন। তখন মাতব্বরেরা তাকে দুই দফায় মারধর করেন। এতে তার বাঁ হাতের হাঁড় ভেঙে যায়। তিনি চিকিৎসা নিয়ে থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন।

স্থানীয় সাখাওয়াত হোসেন বলেন, প্রায় দেড় বছর আগে জলিলকে সমাজচ্যুত করা হয়। বালুকাপাড়া গ্রামের মোড়ের দোকানি হাফিজার রহমান বলেন, জলিলকে গ্রামের সামাজিক কোনো কর্মকাণ্ডে অংশ নিতে দেওয়া হয় না।

আবদুল জলিলের ভাষ্য, মৌখিক তালাকের ২৯ দিন পর একই নারীকে আবার বিয়ে করেছেন। এ কারণে গ্রামের মাতব্বর রকি খান, মিল্টন খাঁ, সুফিয়ানসহ ১০ থেকে ১২ জন তাকে সমাজচ্যুত করেন। তারা বলেছেন, হিল্লা বিয়ে ছাড়া বিয়ে বৈধ হবে না। তারা তাকে দেড় বছর গ্রামের মসজিদে নামাজ আদায় করতে ও জানাজায় শরিক হতে দেননি। এমনকি গ্রামের কারও জমিতে দিনমজুরি করতেও দেননি।

গ্রামের মাতব্বদের একজন মো. মিল্টন খাঁ। তিনি জলিলের করা মামলার দুই নম্বর আসামি। তাকে তার বাড়িতে পাওয়া যায়নি। তিনি মুঠোফোনে বলেন, ‘জলিল সমাজবিরোধী কাজ করেছেন। এ কারণে গ্রামের লোকজন তাকে সমাজচ্যুত করেছে।’

রায়কালী ইউপির চেয়ারম্যান আবদুর রশীদ মণ্ডল বলেন, ইউএনও তাকে ঘটনাটি সমাধানের দায়িত্ব দিয়েছিলেন। তিনি উভয় পক্ষকে ইউপি কার্যালয়ে ডেকে নিয়ে বৈঠক করেছেন। জলিল যেন সামাজিকভাবে মিশতে পারেন, সেটি বলেছেন। সমাজচ্যুতির ঘটনার জেরে জলিলকে উলঙ্গ করে মারধর করা হয়। এতে তার বাঁ হাত ভেঙে গেছে বলে তিনি জেনেছেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আবদুল জলিলের অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় সেটি মামলা হিসেবে নেওয়া হয়েছে।

জয়পুরহাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন