সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউরোপীয় পার্লামেন্টের উপকমিটির প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ *** নেপালে নাশকতাকারীদের বিচার করা হবে: সুশীলা *** ১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর, তারেকের নিরাপত্তা নিয়ে আলোচনা *** টাইফয়েড টিকা দিতে দেড় মাসে প্রায় ৯০ লাখ শিশুর নিবন্ধন *** ক্ষমতার স্বাদ নিতে আসিনি, ছয় মাসের বেশি থাকব না: সুশীলা কার্কি *** নতুন বেতন কাঠামো নিয়ে সুখবর *** জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে: প্রধান উপদেষ্টা *** রাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে নারী, সমন্বয়ক ও সংখ্যালঘু *** সংস্কার হচ্ছে গণতান্ত্রিক ছাত্রসংসদে, বদলে যেতে পারে নামও *** আমেরিকার পেটেন্ট পেল বাংলাদেশি করোনা টিকা ‘বঙ্গভ্যাক্স’

চারুনীড়ম থিয়েটারের ১৮ বছর পূর্তি, তিন নাটকের ১০০তম প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০০৭ সালে যাত্রা করেছিল নাটকের দল চারুনীড়ম থিয়েটার। এ বছর দলটি উদ্‌যাপন করছে প্রতিষ্ঠার ১৮ বছর পূর্তি। এ উপলক্ষে তিনটি নাটকের ১০০তম প্রদর্শনী করতে যাচ্ছে দলটি। নাটক তিনটির একটি আন্তন চেখভকে নিয়ে লেখা এবং দুটি নাটক চেখভের লেখা।

শততম প্রদর্শনীর নাটক তিনটি হলো ‘আরশোলা’, ‘নানা রঙের দিন’ ও ‘শরতের মেঘ’। আজ সোমবার (১৫ই সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দর্শকেরা এক টিকিটে উপভোগ করতে পারবেন নাটকগুলো। চেখভ ও চেখভকে নিয়ে নাটক শিরোনামে প্রযোজনা তিনটির নির্দেশনা দিয়েছেন গাজী রাকায়েত।

নানা রঙের দিন ও শরতের মেঘ নাটক দুটির নাট্যকার আন্তন চেখভ। রূপান্তর করেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। নানা রঙের দিন-এ একজন শিল্পীর সামাজিক মূল্যায়ন এবং শরতের মেঘ নাটকটিতে নারী-পুরুষের চিরন্তন প্রেমের গল্প মূর্ত হয়েছে।

আরশোলা নাটকটি লিখেছেন টেনিসি উইলিয়ামস। অনুবাদ করেছেন নিরুপ মিত্র। এতে উঠে এসেছে বিখ্যাত হয়ে ওঠার আগে রাশিয়ায় গল্পকার ও নাট্যকার আন্তন চেখভের সংগ্রামী জীবনের গল্প।

নাটক তিনটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, গৌতম রায়, ড. মার্জিয়া আক্তার, নীলুফা ইয়াসমিন নীলা, আশিউল ইসলাম, সুবর্ণা সাঈদ, শাহরিয়ার মিথুন ও আখন্দ জাহিদ।

১৮ বছর পূর্তি প্রসঙ্গে চারুনীড়ম থিয়েটার তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘দেখতে দেখতে ১৮টি বছর পার করে আমরা চারুনীড়মিরা এগিয়ে চলেছি নিজেদের প্রতি মুহূর্তে ছাড়িয়ে যাওয়ার প্রচেষ্টায়। ১৫ই সেপ্টেম্বর ২০২৫ চারুনীড়ম থিয়েটার তার প্রযোজনা চেখভ ও চেখভকে নিয়ে নাটকের ১০০তম প্রদর্শনী এবং চারুনীড়মের ১৮ বছর পূর্তি উদ্‌যাপন করতে যাচ্ছে। চারুনীড়মিদের মিলনমেলায় সব সদস্যের উপস্থিতি আমাদের এই উদ্‌যাপনকে আলোকিত করবে।’

জে.এস/

চারুনীড়ম থিয়েটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন