বুধবার, ৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অভিনয়ে বিনিয়োগ থেকে মুনাফা কম: প্রসূন আজাদ *** গত ১০ বছরে রুনা লায়লা যে কারণে অস্ট্রেলিয়া ট্যুরে যাননি *** শিশু মোস্তফা খতনা করাতে হাসিমুখে হাসপাতালে ঢুকেছিল, অতঃপর... *** সংখ্যালঘুদের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনা উদ্বেগজনক, ঠেকাতে উদ্যোগ নেই সরকারের: দেবপ্রিয় ভট্টাচার্য *** সাম্প্রদায়িক সহিংসতার তীব্রতায় গভীর ক্ষোভ, ভোট দেওয়া নিয়ে সংখ্যালঘুরা শঙ্কিত *** বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহনের ‘বৈষম্যমূলক’ সিদ্ধান্ত বাতিল চায় টিআইবি *** ফিলিস্তিনের জন্য সুখবর, লন্ডনে দূতাবাস উদ্বোধন *** এসে আমাকে ধরুন—ট্রাম্পকে এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর চ্যালেঞ্জ *** ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত *** মাদুরোর ওপর বাজি ধরে ৫ কোটি টাকা জিতলেন জুয়াড়ি

নিজস্ব পরিবহন সেবা চালু না করলে স্কুল বন্ধ: মেয়র আতিক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‌অনেক স্কুল একটি বাচ্চার জন্য ১৫ থেকে ২০ হাজার টাকা নিচ্ছে। কিন্তু তারা কোনো বাসের ব্যবস্থা করছে না। আবাসিক এলাকায় স্কুলগুলোর কারণে মানুষের ভোগান্তি হচ্ছে। সময় এসেছে স্কুলবাস চালু করার। পর্যায়ক্রমে সবগুলো স্কুলে বাস চালু করা হবে। বাস চালু না করলে আমরা স্কুলগুলো বন্ধ করে দিতে বাধ্য থাকব।

বুধবার (৩রা জুলাই) দুপুরে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ছাত্র-ছাত্রীদের নিরাপদ যাতায়াতের জন্য ডিএনসিসি স্মার্ট স্কুলবাস উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মেয়র আতিক বলেন, বনানী এলাকায় ইংলিশ ও বাংলা মিডিয়াম অনেক স্কুল আছে। এই এলাকার যখন স্কুল শুরু ও ছুটির সময় প্রচণ্ড যানজট হয়। গত ১২ মাস আমরা এখানের স্কুলের শিক্ষক অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেছি। ইতোমধ্যে প্রায় সাড়ে চার শ’ অভিভাবক আমাদের বাসের জন্য রেজিস্ট্রেশন করেছেন।

তিনি বলেন, আমাদের পরিকল্পনা এই স্কুলে (বনানী বিদ্যানিকেতন) সব ছাত্র-ছাত্রীকে এই সার্ভিসের আওতায় নিয়ে আসা। ২০টি বাসের মাধ্যমে এই স্কুলের প্রায় সাড়ে তিন হাজার ছাত্র-ছাত্রী বাস দেওয়া যাবে।

বিআরটিসির পুরাতন তিনটি বাস দিয়ে এই সার্ভিস উদ্বোধন করা হলো। বাসগুলো কতটা নিরাপদ হবে, এমন প্রশ্নের উত্তরে মেয়র আতিক বলেন, ছাত্ররা যেসব মাইক্রোবাসে গাদাগাদি করে আসতো, এর থেকে শতভাগ নিরাপদ এই বাস। আমরা পর্যায়ক্রমে বাসের সংখ্যা বাড়াব।

তিনি বলেন, সিটি করপোরেশন একটি যুগান্তকারী কাজ শুরু করেছে। তারা বাস সার্ভিস চালু করেছে এবং প্রতি মাসে একটি নির্দিষ্ট সংখ্যক অর্থ ভর্তুকি হিসেবে দিচ্ছে। স্কুল কর্তৃপক্ষকে বলব, কীভাবে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান এই সেবা গ্রহণ করতে পারে সে বিষয়ে কাজ করুন।

ওআ/

মেয়র আতিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250