রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক বছরে ১২৩টি সংগঠন ১৬০৪ বার সড়ক অবরোধ করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা *** জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে: আসিফ মাহমুদ *** বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সময়ে পরিবর্তন *** এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল যমুনায় *** চীনে মোদির সঙ্গে বৈঠকে সি, সরাসরি ফ্লাইট, বাণিজ্য সম্পর্কসহ আলোচনায় যেসব বিষয় *** ‘মনোমালিন্যের’ পর রুমিন উপহার পাঠিয়েছেন, জানালেন হাসনাত *** ১৪৪ ধারা জারির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় সেনা মোতায়েন *** প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক সন্ধ্যায় *** পলিথিনের পরিবর্তে সাশ্রয়ী পাটের ব্যাগ ব্যবহারের আহ্বান পরিবেশ উপদেষ্টার *** নেদারল্যান্ডসকে উড়িয়ে বাংলাদেশের শুরু

এই শিতেই বিয়ে? হবু বর নিজের যত্ন নেবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

শীতকাল মানেই যেনো চারপাশে বিয়ের ধূম পড়ে যায়। তবে সবার ধারণা বিয়ের আগে কেবল কনেই রূপচর্চা করবেন, কিন্তু তা নয়। বরকেও নিজের ত্বক ও চুলের যত্ন নিতে হবে। নয়তো অনুষ্ঠানের দিন ঠিক প্রাণবন্ত ও নিঁখুত লাগবে না। অথচ আমাদের দেশের অধিকাংশ ছেলেরা রূপচর্চার দিক থেকে বেশ পিছিয়ে থাকেন। অনেকে অবশ্য যত্ন নেওয়ার পদ্ধতিও ঠিকঠাক জানেন না। যেহেতু বিয়ে সবার জীবনেরই একটি স্মরণীয় দিন, তাই পুরুষেরও উচিত এ দিনে যতটা সম্ভব নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা। আর এজন্য আগে থেকে প্রয়োজন প্রস্তুতির। তাই এই শীতেই যদি আপনার বিয়ে ঠিক হয়, জেনে নিন যত্ন নিবেন যেভাবে-

মুখ পরিষ্কার করুন  

বেশিরভাগ পুরুষরাই ঠিকমতো মুখ পরিষ্কার করেন না। সকালে ঘুম থেকে উঠে, বাইরে থেকে ফিরে, রাতে ঘুমানোর আগে ভালোভাবে মুখ ধুতে হবে। নয়তো ত্বক থেকে ময়লা ও জীবাণু সহজে দূর হয় না। নিয়মিত মুখ পরিষ্কারের জন্য স্কিনটোন অনুযায়ী ভালো মানের ফেসওয়াশ ব্যবহারের অভ্যাস করতে হবে। অনেকে সামনে সাবান পেয়ে তা দিয়েই মুখ ধুয়ে ফেলেন। এটা করা যাবে না। এতে  ত্বকের পিএইচ এর মাত্রা কমে যায়। ত্বক আরও শুষ্ক হয়ে যায়।

ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং

ত্বকের যত্ন নিতে ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং এই তিনটি বিষয়কে গুরুত্ব দিতে হবে। ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কারের পর ত্বকে টোনার ব্যবহার করুন।  গোলাপ জলের টোনারও ব্যবহার করতে পারেন। এরপর ত্বকের ধরন অনুসারে ভালো মানের ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। নয়তো ত্বকের শুষ্কতা বাড়বে। ব্রণ হবে। 

আরো পড়ুন : ত্বকের তারুণ্য ধরে রাখবে তিসি বীজ!

সপ্তাহে দুই দিন এক্সফোলিয়েট করুন

ত্বকের গভীর থেকে ময়লা ও জীবাণু দূর করার জন্য ত্বকে এক্সফোলিয়েট করুন। এতে ত্বকের মৃত কোষ ও ব্ল্যাকহেডস দূর হবে। হাতে একটি ভালো মানের ফেস স্ক্রাব নিন। ভেজা মুখে বৃত্তাকার গতিতে ম্যাসাজ তা করুন। কপাল, চিবুক ও নাকের আশপাশে ভালো করে ম্যাসাজ করে স্ক্রাব করুন। এরপর পানি দিয়ে মুখ পরিষ্কার করুন। এতে ত্বক হবে উজ্জ্বল ও কোমল। 

ফেস মাস্ক

ত্বকের উজ্জ্বলতার জন্য মাঝে মাঝে ফেসমাস্ক ব্যবহার করুন। বেসন ও দুধ মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। কালচে দাগ ও পোড়া দাগ দূর করার জন্য দুধ ও টমেটোর মিশ্রণ মুখে লাগাতে পারেন। চাইলে মধু ও লেবুর রসও মুখে লাগাতে পারেন। তবে কোনো উপাদান যদি ত্বকে না মানায়, তাহলে সেটি এড়িয়ে চলুন। 

চুলের যত্ন 

চুল ভালো রাখতে নিয়মিত হট অয়েল ম্যাসাজ করুন। চুল ধোয়ার আগে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা তেল দিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করে ফেলুন। এতে চুলের গোড়া মজবুত ও মসৃণ হয়। বিয়ের আগে থেকে চুলে জেল ও স্প্রে ব্যবহার করা বন্ধ করুন। এ ধরনের পণ্য চুলের জন্য ক্ষতিকর। এর বদলে ভেষজ হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। প্রয়োজনে স্যালুনে গিয়ে হেয়ার স্পা করাতে পারেন।

এস/ আই.কে.জে


হবু বর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন