বৃহস্পতিবার, ২রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৮ পূর্বাহ্ন, ২৪শে জুলাই ২০২৫

#

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

গভীর রাতে হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (২৩শে জুলাই)  দিবাগত রাত ২ টা ৫২ মিনিটে তিনি রাজধানীর গুলশানের বাসায় পৌঁছান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে বুধবার দিবাগত রাত সোয়া ১টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। শায়রুল কবির বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে বিএনপির চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

চলতি বছরের ৮ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫শে জানুয়ারি তাকে ছেলে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘ চার মাস পর গত ৬ই মে ব্রিটেনের লন্ডন থেকে তিনি দেশে ফেরেন।

খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250