সোমবার, ১লা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আজ থেকে শুরু হচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

এক দশকের বেশি সময় ধরে উচ্চাঙ্গ সংগীতকে শ্রোতাদের কাছে জনপ্রিয় করার লক্ষ্যে চ্যানেল আই আয়োজন করছে বাংলা খেয়াল উৎসব।  আজ সন্ধ্যায় শুরু হচ্ছে উৎসবের ১১তম আসর।

চ্যানেল আইয়ের হাত ধরে ১০ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে বাংলা খেয়াল উৎসব। সংস্কৃতির পরিশীলন উচ্চাঙ্গ সংগীতকে বাংলার মানুষের কাছে জনপ্রিয় করার লক্ষ্যে বাংলা খেয়ালের উদ্যোক্তা, সংগীতজ্ঞ ও সংস্কৃতিকেন্দ্রের চেয়ারম্যান প্রয়াত আজাদ রহমানের স্মরণে ১১তম বারের মতো চ্যানেল আইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব।

প্রতিবারের মতো এবারের আসরও আজ ৩১শে জানুয়ারি বিকেল ৫টা ১০ মিনিটে শুরু হয়ে চলবে ভাষার মাসের প্রথম দিন ১লা ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত। সেই সঙ্গে এবারের আয়োজনে চ্যানেল আইয়ের সঙ্গে পৃষ্ঠপোষকতায় যুক্ত হয়েছে ‘বিকাশ’।

আরো পড়ুন: কারিনার সামনেই কার্তিককে উড়ন্ত চুমু

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, “১০ বছর পার করে এবার ১১ বছরে ‘বাংলা খেয়াল উৎসব ২০২৪’। আমরা প্রতি বছরই ভাষার মাস ফেব্রুয়ারিকে মাথায় রেখে আয়োজনটি করে থাকি। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। এবারের আয়োজনেও শতাধিক শিশু খেয়ালশিল্পীর পাশাপাশি খেয়াল ওস্তাদরা অংশগ্রহণ করবেন। 

বাংলা খেয়াল ঘিরে চ্যানেল আইয়ের এ আয়োজন ইতোমধ্যে অনেকটা পরিচিতি পেয়েছে। এখনও এটি সর্বত্র না পৌঁছালেও আমি আশা করি, এর পৃষ্ঠপোষকতা জোরদার হলে এটি অনেকটাই এগিয়ে যাবে।”

আজাদ রহমানের সহধর্মিণী সেলিনা আজাদ বলেন, ‘আপনারা জানেন প্রয়াত বিশিষ্ট সংগীতজ্ঞ আজাদ রহমান তাঁর জীবনের একটি দীর্ঘ সময় বাংলা খেয়ালের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বাংলা খেয়ালে নবদিগন্ত সূচনা করেছেন। অনেক বাধাবিপত্তির পরও তাঁর কর্মজীবনের শেষ পর্যন্ত এটি লালন করেছেন। চ্যানেল আইকে ধন্যবাদ আজাদ রহমানের এই সৃষ্টি বাঁচিয়ে রাখার জন্য।’

এসি/ আই.কে.জে/


বাংলা খেয়াল উৎসব’

খবরটি শেয়ার করুন