ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিকে কেন্দ্র করে চলমান পরিস্থিতিতে সোমবার (৫ই আগস্ট) থেকে তিন দিনের (৫, ৬ ও ৭ই আগস্ট) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময়ে দেশের সব ব্যাংক, বিমা ও পুঁজিবাজার এবং ব্যাংকবর্হিভূত সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকলেও চালু থাকবে ব্যাংকের এটিএম বুথ সেবা।
রোববার (৪ঠা আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক গণমাধ্যমকে বলেন, সরকারের নির্বাহী আদেশে সারা দেশে তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় সব ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
আরও পড়ুন: এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ
আগামী তিন দিন বন্ধ থাকলেও এ সময়ে চালু থাকবে ব্যাংকের এটিএম বুথ। ফলে গ্রাহকেরা প্রয়োজনে টাকা তুলতে পারবেন।
এসি/ আই.কে.জে/