প্রতীকী ছবি
সরকারি-বেসরকারি চাকরিজীবীরা ডিসেম্বর মাসে টানা চার দিন ছুটি পেতে চলেছেন। এজন্য সাপ্তাহিক ছুটির সঙ্গে একদিন ছুটি ম্যানেজ করে নিতে হবে।
জানা গেছে, সাধারণ ছুটির মধ্যে ডিসেম্বরে রয়েছে বিজয় দিবস ও বড়দিনের ছুটি। সোমবার পড়ছে ১৬ই ডিসেম্বর। তাই রোববার একদিন ছুটি ম্যানেজ করতে পারলেই শুক্র ও শনিবার মিলিয়ে টানা ৪ দিনের ছুটি পাওয়া যাবে। এ ছাড়া ২৫শে ডিসেম্বর বুধবার। তাই বৃহস্পতিবার একদিন ছুটি ম্যানেজ করতে পারলেই টানা চার দিন ছুটি পেতে পাবেন সরকারি চাকরিজীবীরা।
ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে।
ওআ/কেবি