ছবি : সংগৃহীত
অ্যাম্বাসেডরস আউট রিচ প্রোগ্রামের আওতায় কক্সবাজারের রামুর ঐতিহাসিক রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন ২৪ দেশের ৩৪ কূটনীতিক।
আরো পড়ুন: চাঁদপুরে ১৫ জেলের কারাদণ্ড
বুধবার (২৮শে ফেব্রুয়ারি) সকালে কূটনীতিকদের গাড়িবহর রামু রাংকুট বনাশ্রম বিহারে পৌছাঁয়। এসময় কূটনীতিকরা গৌতম বুদ্ধের মূর্তিসহ বিহারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এছাড়া বিহারের ধর্মীয় গুরুসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন অতিথিরা।
উল্লেখ্য, মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারি ) বিকেলে ট্রেনযোগে কক্সবাজার আসে দলটি।
এইচআ/