বৃহস্পতিবার, ১০ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নিজেকে ভালোবাসলে জীবন সুন্দর হয়ে ওঠে : পরীমণি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পরীমণি ও শরীফুল রাজের ডিভোর্সের এক বছর পূর্ণ হয়েছে। এই দিনে নিজের ফেসবুক পেজ থেকে একটি দীর্ঘ স্ট্যাটাসে নিজেকে পরিপূর্ণ সুখী মানুষ হিসেবে তুলে ধরেছেন পরীমণি। সন্তানদের নিয়ে পথচলার দিনগুলোর গল্প ও নিজের যাপিত জীবনের সম্পর্কেই তিনি বলেছেন।

কারো জন্য আক্ষেপ করে নিজের জীবনের ক্ষতি না করা প্রসঙ্গে তিনি বলেন, ‘নিজেকে ভালোবাসলে জীবন সুন্দর হয়ে ওঠে।’ 

বাধা বিপত্তি থাকবেই, এর মধ্যেই এগিয়ে যেতে হবে- এই মতাদর্শে বিশ্বাসী পরী তার কাজের ব্যাপারে খুব তৎপর। তিনি কাজের জন্য এখন প্রস্তুত। অনেক চড়াই- উত্তরাই অতিক্রম করেছেন, বাচ্চারা বড় হচ্ছে এখন কাজের জন্য ফিট মনে করছেন নিজেকে।

দেশের গণ্ডি পেরিয়ে টালিউডে কাজ করেছেন এই অভিনেত্রী। দেবরাজ সিনহার ‘ফেলুবকশি’ সিনেমার শুটিং সম্প্রতি শেষ করেছেন। বাকি আছে ডাবিং। তা সম্পন্ন করতেই কলকাতায় যাওয়ার কথা ছিল তার। কিন্তু ভিসা জটিলতার কারণে ডাবিং করতে যেতে দেরি হচ্ছে।

তবে কোনো ব্যাপারেই আর হতাশ হন না পরী। তিনি জানেন কীভাবে ধৈর্য্য আর নিষ্ঠার সাথে কাজ করতে হয়। ‘ফেলুবকশি’ সিনেমাতে কাজ করতে গিয়ে সেখানকার আরো একটি সিনেমাতে যুক্ত হয়েছেন আলোচিত এ নায়িকা।

আরও পড়ুন: স্বামীর সঙ্গে বিদেশে স্থায়ী হচ্ছি এটা নিশ্চিত : সানাই

পরী মা হওয়ার কারণে সিনেমার শুটিংয়ে বিরতি দিতে হয়েছে। আবার চব্বিশের আন্দোলন, রাজনৈতিক পটভূমি পরিবর্তন সব কিছু মিলিয়ে শুটিং শেষ করা হয়নি। এখন আবার প্রস্তুতি নিচ্ছেন বাকি শুটিং শেষ করার।

এর আগেও প্রীতিলতার চরিত্রে পর্দায় দেখা গেছে অনেক অভিনেত্রীকে। সেই তালিকায় এবার যুক্ত হচ্ছে পরীমণির নাম।

এসি/ আই.কে.জে/

পরীমণি জীবন সুন্দর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন