ছবি : সংগৃহীত
মশার উপদ্রব দিন দিন বেড়েই চলেছে। ঘরে-বাইরে মশা থেকে সুরক্ষা পেতে অনেকেই অনেক কিছু ব্যবহার করছেন। কিন্তু যে জিনিসটি ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকৃত হবেন তা হলো ‘মসকিটো রিপেল্যান্ট’। তবে এর সঠিক কার্যকারিতা পেতে হলে ঠিকঠাক ব্যবহারবিধি জানতে হবে। সঠিক নিয়মে ব্যবহার করলে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকিও এড়ানো সম্ভব। বিশেষত শিশুদের ব্যাপারে প্রয়োজন বাড়তি সতর্কতা।
মশা দূরে রাখার কিছু উপকরণ আছে, যা ত্বকে প্রয়োগ করতে হয়। আবার কিছু আছে পোশাকে লাগাতে হয়। এগুলোর কোনোটি কত সময় পর্যন্ত কার্যকর থাকে এবং কোনোটির প্রয়োগবিধি কী, সেই বিষয়ক নির্দেশনা পড়ে নিন। কিছু উপাদান তিন বছরের কম বয়সী শিশুদের উপযোগী নয়। কেনার সময়ই এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। ভালো মানের পণ্য বেছে নেওয়াটা জরুরি। নির্দিষ্ট স্থানে প্রয়োগ করার পর হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে ফেলার কথাটিও ভোলা যাবে না।
প্রয়োগবিধি
১.মশার কামড় থেকে বাঁচতে এমন পোশাক পরা ভালো, যাতে ত্বকের অধিকাংশ জায়গা ঢাকা থাকে; ঢিলেঢালা পোশাক বেছে নেওয়া উচিত। আর ত্বকের যে অংশ পোশাকের নিচে ঢাকা থাকে, সেই অংশে ‘মসকিটো রিপেল্যান্ট’ প্রয়োগ করবেন না। যেটুকু উন্মুক্ত থাকে, সেখানে প্রয়োগ করুন।
২.মুখ বা চোখের কাছাকাছি জায়গায় কিংবা হাতের তালুতে ‘মসকিটো রিপেল্যান্ট’ প্রয়োগ করবেন না।
৩.ত্বকে কোনো ক্ষত থাকলে ওই স্থানে লাগাবেন না।
৪.সানস্ক্রিন সামগ্রী ব্যবহার করতে চাইলে ত্বকে প্রথমে সানস্ক্রিন সামগ্রী প্রয়োগ করুন। এটি ত্বকে মিশে যাওয়ার পর ‘মসকিটো রিপেল্যান্ট’ লাগিয়ে নিন।
৫.ত্বকে প্রয়োগ করতে না চাইলে এমন অনুষঙ্গও বেছে নিতে পারেন, যা পোশাকে ব্যবহার করা যায়।
আরো পড়ুন : নিয়মিত ব্যায়াম করলে সুস্থ থাকবেন হার্টের রোগীরা
৬.ত্বকে কিংবা পোশাকে যেখানেই প্রয়োগ করা হোক না কেন, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলো কার্যকর থাকে। তাই নির্দিষ্ট সময় অন্তর পুনরায় প্রয়োগ করতে হবে। তবে অতিরিক্ত পরিমাণে লাগানো উচিত নয়।
শিশুদের বিষয়ে খেয়াল রাখুন
শিশুর ত্বকের এমন জায়গায় এগুলো লাগানো যাবে না, যেখানটা সে মুখে দিয়ে ফেলতে পারে। ধরা যাক, আপনার শিশুর বয়স ছয় বছর বা তার বেশি। তাহলে তার পায়ে ‘মসকিটো রিপেল্যান্ট’ লাগিয়ে দিতে পারেন। পড়ার টেবিলে বা খেলার সময় তাকে এভাবে সুরক্ষিত রাখা যেতে পারে। কিন্তু একদম ছোট বা অবুঝ শিশু হাত-পা মুখে দিয়ে ফেলতে পারে। তাই শিশুর বয়স এবং তার বোঝার ক্ষমতা খেয়াল রেখে ঠিক করুন, তার ত্বকে নাকি পোশাকে মশা দূর করার অনুষঙ্গ প্রয়োগ করবেন।
শিশু নিজে নিজে এ ধরনের অনুষঙ্গ ব্যবহার করলে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার কথাটি তাকে মনে করিয়ে দিন।
অবুঝ শিশুর ক্ষেত্রে পিঠের কাপড়ে মশা তাড়ানোর উপযোগী অনুষঙ্গ লাগিয়ে দিতে পারেন, সেখানে সে মুখ দিতে পারবে না।
তবে এসব অনুষঙ্গই মশা থেকে সুরক্ষার একমাত্র উপায় নয়। তাই এগুলো ব্যবহার করলেও পরিবেশের পরিষ্কার-পরিচ্ছন্নতার নিয়মকানুন মেনে চলতে হবে। শোয়ার সময় মশারি ব্যবহার করতে হবে।
এস/ আই.কে.জে/