রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেদারল্যান্ডসকে উড়িয়ে বাংলাদেশের শুরু *** ট্রাম্প মারা গেছেন—এক্সে অনেকেই কেন লিখছেন এই কথা *** ৪ শতাংশ সুদে আরও দুই বছর ঋণ পাবেন ভূমিহীন কৃষকেরা *** ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প *** সেই মেরুন টি-শার্ট পরা হামলাকারীর পরিচয় জানালেন প্রেস সচিব *** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ

‘মেসি এখন প্রতি ৩ দিনে রেকর্ড ভাঙে’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৫ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফিফা ক্লাব বিশ্বকাপে যেভাবে চেয়েছিলেন, সেভাবে হয়নি। কিন্তু মেজর লিগ সকারে (এমএলএস) একরকম অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন লিওনেল মেসি।

ক্লাব বিশ্বকাপের আগে এমএলএসে মন্ট্রিয়ল ও কলম্বাস ক্রুর বিপক্ষে দুটি করে গোল করেছিলেন মেসি। ক্লাব বিশ্বকাপের পরেও ছন্দটা ধরে রেখেছেন। মন্ট্রিয়লের বিপক্ষে ফিরতি লেগের পর নিউ ইংল্যান্ড রেভল্যুশন এবং সর্বশেষ আজ রোববার (১৩ই জুলাই) ন্যাশভিলের বিপক্ষেও জোড়া গোল করেছেন ইন্টার মায়ামির প্রাণভোমরা।

গত বৃহস্পতিবার (১০ই জুলাই) নিউ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এমএলএসে টানা চার ম্যাচে কমপক্ষে দুই গোল করার রেকর্ড গড়েন মেসি। ৩৮ বছর বয়সী আজ ন্যাশভিলের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেরই রেকর্ড ভেঙে সেটাকে টানা পাঁচ ম্যাচে জোড়া গোলে নিয়ে গেছেন। লিগে সর্বশেষ পাঁচ ম্যাচে ১০ গোলের সঙ্গে ৪টিতে সহায়তাও করেছেন মেসি। ইন্টার মায়ামি জিতেছে এই পাঁচ ম্যাচেই।

ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে। বর্তমানে তাদের পয়েন্ট ৩৮। শীর্ষে থাকা ফিলডেলফিডার পয়েন্ট ৪৩ হলেও মায়ামি তাদের চেয়ে তিন ম্যাচ কম খেলেছে। তাই গতবারের মতো এবারও সাপোটার্স শিল্ড জয়ের দৌড়ে তারা ভালোভাবেই টিকে আছে।

এই বয়সেও মেসি যেভাবে খেলে যাচ্ছেন, তাতে মুগ্ধ ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো। আর্জেন্টিনা ও বার্সেলোনা দলে একসময়ের সতীর্থ মাচেরানোর মনে হচ্ছে, মেসির এখন প্রতি তিন দিন পরপর রেকর্ড ভাঙছেন।

আজ ন্যাশভিলের বিপক্ষে ২–১ গোলে জয়ের পর কোচ বলেছেন, ‘সে (মেসি) অবিশ্বাস্যভাবে নিজের কাজ করে চলেছে। প্রতি তিন দিনে (একটা করে) রেকর্ড ভাঙছে। সে এই দলের পতাকা বাহক, আমাদের নেতা এবং আমরা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল, সেটার মান সে–ই স্থাপন করেছে। ওর ক্যারিয়ারের এই পর্যায়ের অংশ হতে পারা (আমার জন্য) সত্যিই আশীর্বাদ।’

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন