বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন *** খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আইজিপি ও ডিএমপির কমিশনার *** আগামীকাল লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে *** তারেক রহমান এসএসএফ নিরাপত্তা পাবেন কিনা, যা জানালেন সৈয়দা রিজওয়ানা *** কিশোরগঞ্জের ইউএনও হিসেবে নিয়োগ পেলেন সাবেক লাক্স সুন্দরী *** ডোনাল্ড ট্রাম্পের মুখে ‘বর্ণবাদের দুর্গন্ধ’ *** আগামীকাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন জোবাইদা রহমান *** তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শানোর’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার *** ৭ দিন নীরবতার পর ইমরানের টুইট, ভেঙে দিলেন দলের রাজনৈতিক কমিটি

আল শারার স্ত্রীর সংখ্যা জিজ্ঞেস করে ট্রাম্পের খুনসুটি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস এবার একইসঙ্গে ব্যতিক্রমী ও হাস্যকর একটি মুহূর্তের সাক্ষী হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস পরিদর্শনে আসা সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার গায়ে আচমকাই সুগন্ধি ছিটিয়ে দিলেন। আর এরপরপরই তার হাতে তুলে দিলেন এক বোতল পারফিউম।

মুহূর্তেই কক্ষে ছড়িয়ে পড়ল সুবাস, আর সঙ্গে সঙ্গেই অট্টহাসিতে ফেটে পড়লেন উপস্থিত সবাই। ট্রাম্প তখন মজার ছলে প্রেসিডেন্ট শারাকে জিজ্ঞেস করলেন, তো এবার বলুন, আপনার কয়জন স্ত্রী? তথ্যসূত্র: আইরিশ স্টার।

ট্রাম্পের এমন অপ্রত্যাশিত প্রশ্নে অনেকটাই অপ্রস্তুত হয়ে যান আল শারা। তবে পরক্ষণেই নিজেকে সামলে হেসে জবাব দেন, মাত্র একজন।

ট্রাম্প তখন চোখ টিপে বললেন, যাই হোক আগে থেকে তো আর অনুমান করা যায় না। সাম্প্রতিককালে ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠকের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুতই ভাইরাল হয়।

এটাই প্রথমবার কোনো সিরীয় নেতার যুক্তরাষ্ট্র সফর। ৪৩ বছর বয়সী আহমেদ আল শারা একসময় আল কায়েদা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্টের নেতা ছিলেন। গত ডিসেম্বর তিনি দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে নতুন সরকার প্রতিষ্ঠা করেন।

তার এই সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ৬ মাসের জন্য স্থগিত করেছে—যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

বৈঠক শেষে ট্রাম্প বলেন- আহমেদ আল শারা কঠিন এক জায়গা থেকে এসেছেন, কিন্তু তিনি দৃঢ়চেতা মানুষ। আমরা চাই সিরিয়া সফল হোক। উল্লেখ্য, আহমেদ আল শারার স্ত্রীর নাম লতিফা আল দ্রৌবি। তার জন্ম ১৯৮৪ সালের দিকে। দামেস্ক ইউনিভার্সিটিতে অধ্যয়নকালে আল শারার সঙ্গে তার পরিচয়। তারা ২০১২ সালের দিকে বিয়ে করেন। এই দম্পতির ৩ সন্তান রয়েছে।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প আহমেদ আল-শারা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250