ছবি : সংগৃহীত
ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে দুই মামলায় ৭ দিনের এবং ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমিকে তিন মামলায় ২০ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।
রোববার (২৪শে নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ জামিন আবেদন মঞ্জুর করেন। পরে সন্ধ্যায় তারা জেলা কারাগার থেকে বেরিয়ে যান।
জানা যায়, ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে চলতি বছরের ৪ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের মামলা ও জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় সেপ্টেম্বর মাসের ১২ তারিখ রাতে গ্রেফতার করে র্যাব। পরে সদর থানা পুলিশের রিমান্ড শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
আরো পড়ুন : সাবেক গণপূর্তমন্ত্রীসহ ৫১ জনের নামে মামলা
এদিকে চলতি মাসের ৭ তারিখ রাতে সাভারের নবীনগর এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমিকে গ্রেফতার করে র্যাব। পরে থানা পুলিশ তাকে ঝিনাইদহে এনে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এরপর তাকে জেলা কারাগারে পাঠানো হয়। ২০১৩ সালে ঝিনাইদহ শহরে জামায়াত কর্মী হত্যা মামলা ও চলতি বছরের ৪ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের মামলা ও জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
এস/ আই.কে.জে/