শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ *** ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবেন না, আল্লাহ ছাড়া: সালাহউদ্দিন আহমদ *** নুরুল হকের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার *** নুরকে ফোনকল করেছেন প্রধান উপদেষ্টা, জানালেন গণঅধিকারের দপ্তর সম্পাদক *** নুরের ওপর হামলার বিচারবিভাগীয় তদন্ত করবে সরকার *** ৪ মাস ১৮ দিন পর পাগলা মসজিদের দানবাক্সে ৩২ বস্তা টাকা

বিগ ব্যাশে আবারও রিশাদকে দলে নিল হোবার্ট

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি আসর বিগ ব্যাশ লিগে গেল মৌসুমে প্রথমবার রিশাদ হোসেনকে দলে নিয়েছিলো হোবার্ট হ্যারিকেনস। তবে বিপিএলের কারণে বিগ ব্যাশে যেতে পারেননি রিশাদ। এবার আবারও ড্রাফট থেকে বাংলাদেশের লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে হোবার্ট। হোবার্ট হ্যারিকেনস অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য প্রকাশ করেন।

আজ বৃহস্পতিবার (১৯শে জুন) ড্রাফট থেকে বিদেশি কোটায় রিশাদকে দলে নেয় হোবার্ট। এদিকে দলটি ইংল্যান্ডের লেগ স্পিনিং অলরাউন্ডার রেহান আহমেদকেও দলে ভিড়িয়েছে। তবে রিশাদ এবার কত টাকায় হোবার্টে দল পেলেন সেই তথ্য এখনো জানানো হয়নি।

গত আসরে দল পেলেও বিগ ব্যাশে রিশাদের খেলতে যাওয়া হয়নি, কারণ ওই সময়ে চলছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। নিজ দেশের ফ্রাইঞ্চাইজি আসর ছেড়ে তাকে বিগ ব্যাশে খেলতে দিতে রাজী হয়নি বিসিবি। এবারও এ সমস্যাটা থাকছে। 

এ ছাড়া বিপিএলের আসন্ন মৌসুমের দিন-তারিখ ঠিক না হলেও তা ডিসেম্বর-জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা। একই সময়ে উইন্ডো আছে বিগ ব্যাশের। বিগ ব্যাশে এখনো পর্যন্ত খেলার অভিজ্ঞতা আছে একজন বাংলাদেশির।

প্রথম বাংলাদেশি হিসেবে ২০১৪ সালে বিগ ব্যাশে সুযোগ পান সাকিব আল হাসান। অ্যাডিলেড স্ট্রাইকার্স ও পরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে বিগ ব্যাশ খেলেছেন দেশের ইতিহাসের সফলতম তারকা।

এদিকে রিশাদ বিগ ব্যাশে দল পাওয়া দ্বিতীয় বাংলাদেশি হলেও এখনো এ আসর খেলা হয়নি তার। তিনি এবারও দল পেয়েছেন, তবে খেলার সম্ভাবনা নির্ভর করছে বিপিএলের উপর।

আরএইচ/

সাকিব আল হাসান রিশাদ হোসেন বিগ ব্যাশ লিগ অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি আসর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন