ছবি: সংগৃহীত
অদ্ভুত পোশাক গায়ে জড়িয়ে আবারো আলোচনার জন্ম দিয়েছেন অভিনেত্রী উরফি। যদিও পোশাক নিয়ে আলোচনায় থাকাটা তার জন্য নতুন কিছু নয়।
কখনো অ্যালুমিনিয়াম পাত গায়ে জড়িয়ে, কখনো কয়েকটি সুতোয় নিজেকে সাজিয়ে চর্চায় এসেছেন। কিন্তু এবার এক অদ্ভুত পোশাকে দেখা গেল তাকে। উরফির গায়ে জড়িয়ে রয়েছে গোটা সৌরজগৎ।
জানা গেছে, ওয়েব সিরিজের দুনিয়ায় ডেবিউ করতে চলেছেন তিনি। ফলো করলে ইয়ার সিরিজে দেখা যাবে তাকে। আর সেই সিরিজ মুক্তির আগেই আমাজনের লঞ্চ ইভেন্টে আউটফিটে সৌরজগৎকে সঙ্গে করে দেখা গেল উরফিকে।
ওয়েব সিরিজটি মূলত উরফির জীবনের কিছু সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। তার দৃষ্টি আকর্ষণের অদ্ভুত ক্ষমতা উঠে এসেছে এই ছবিতে। কীভাবে বেড়ে উঠেছেন, কীভাবে ইন্ডাস্ট্রিতে পা রাখলেন উরফি আর কীভাবেই বা যশ-খ্যাতির শীর্ষে উঠে এলেন, এই ছবি তারই খতিয়ান।
আরো পড়ুন: মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য সবাইকে যা করতে অনুরোধ করলেন জয়া
সেই সিরিজের একটি ইভেন্টে এসে উরফিকে দেখা গেল অদ্ভুত পোশাকে। গোটা সৌরজগৎকেই নিজের পোশাকে বন্দি করে ফেলেছেন উরফি জাভেদ। এই ভিডিও ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।
এর আগে তিনি ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছিলেন, তিনি নতুন কিছু করতে চলেছেন যাতে নাটকীয়তা আছে, আছে ভালবাসাও।
এসি/ আই. কে. জে/
খবরটি শেয়ার করুন