ছবি : সংগৃহীত
সীমান্তে স্থিতিশীলতা ও সহযোগিতাপূর্ণ মনোভাবের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়ে। বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যসহ ৩৩০ জনকে বিজিপির কাছে হস্তান্তরের পর সংবাদ সম্মেলনে তিনি এ ধন্যবাদ জানান।
মিয়ানমারের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকার বিজিপি সদস্যদের নিরাপদে আশ্রয় দিয়েছে এবং সফলভাবে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করেছে। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি, নৌবাহিনী,পুলিশসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
আরো পড়ুন : আদালতে আজ শুধু ভালোবাসার মামলার শুনানি
এর আগে বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি সকাল ৯টা ৫০ মিনিটে স্পিডবোটযোগে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুলিশ কর্নেল মিউ থুরা নাঙয়ের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট বিজিপি প্রতিনিধি দল কক্সবাজারের ইনানী নৌবাহিনী জেটিঘাটে এসে পৌঁছায়।
প্রসঙ্গত, গত ৪ই ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু, ঘুমধুম ও বাইশফাঁড়ী সীমান্তের বিপরীতে বিজিপির তুমব্রু রাইট ও লেফট ক্যাম্পে আক্রমণ করে। কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী, পালংখালী এবং টেকনাফ উপজেলার হোয়াইক্যং, হ্নীলা ও শাহপরীরদ্বীপ সীমান্তের বিপরীতে ওপারে কাইচিং রং, মইদু, গদুদ্ধজ্য ও মংডু এলাকায়ও গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। ফলে মিয়ানমারের বিজিপি, সেনা, পুলিশ, ইমিগ্রেশন ও বেসামরিক সদস্যরা প্রাণভয়ে পালিয়ে সীমান্ত অতিক্রম করে অস্ত্রসহ বিজিবির কাছে আত্মসমর্পণ করে।
এস/ আই.কে.জে/