ছবি: সংগৃহীত
‘গ্যাংস্টার’ সিনেমা দিয়ে প্রথম নজর কেড়েছিলেন শাইনি আহুজা। অভিনয়ের জন্য প্রশংসাও পেয়েছিলেন। একদিকে ইমরান হাশমি ও কঙ্গনা রানাউত, অন্যদিকে শাইনি আহুজা। সেই সময়ে বেশ সাড়া ফেলেছিল ছবিটি।
এর পরে ‘ও লামহে’ ছবিতে কঙ্গনার সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’, ‘লাইফ ইন আ মেট্রো’, ‘ভুল ভুলাইয়া’র মতো ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। অল্প সময়েই জায়গা তৈরি করেছিলেন। কিন্তু বেশিদিন স্থায়ী হয়নি।
এর মধ্যেই বাড়ির পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। সেই দায়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। তার পরে আবার বলিউডে ফেরার চেষ্টা করেছিলেন শাইনি। ২০১৫ সালে ‘ওয়েলকাম রিটার্নস’-এ অভিনয় করেছিলেন।
কিন্তু ছবিটি অসফল হয়। তার পরেই বলিউড ছেড়ে দেন। সম্প্রতি শাইনির একটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বেশ কিছুটা ওজন বেড়েছে তার। চেহারা ও পোশাকে সাধারণ জীবনযাপনের ছাপ স্পষ্ট।
জানা গেছে, বর্তমানে তিনি ফিলিপাইনসের বাসিন্দা। বলিউড ছাড়ার পর থেকে সেখানেই থাকছেন তিনি। সেখানে নাকি নিজের কাপড়ের ব্যবসা রয়েছে তার।
উল্লেখ্য, ২০০৯ সালে শাইনি আহুজার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। নিজের বাড়ির ১৯ বছর বয়সী পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় কারাবাস করতে হয়েছিল তাকে।
জে.এস/
খবরটি শেয়ার করুন