ছবি: সংগৃহীত
কুমিল্লার নাঙ্গলকোটে রেল দুর্ঘটনার ১৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৮ই মার্চ) সকালে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ভোর ৫টা ৪০ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়। এরপর অন্য ট্রেনগুলোও নিয়ম মেনেই ছাড়ছে।
রেলওয়ে ব্যবস্থাপক আরও বলেন, রাত ২টা ৫৫ মিনিটে উদ্ধার কাজ শেষ হয়েছে। আমরা দীর্ঘ একটি উদ্ধার অভিযানের পর ডাউন লাইনটি ক্লিয়ার করেছি। ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। চট্টগ্রামে আটকা পড়া সব ট্রেন পর পর ছেড়ে আসছে।
আরো পড়ুন: ৫ টাকায় মহাসড়কের ডিভাইডার পার!
তিনি জানান, প্রায় ১৫টির মতো যাত্রীবাহী ট্রেনসহ কয়েকটি মালবাহী ট্রেন আটকা পড়েছিলো। দুর্ঘটনার পর অনেক ট্রেনের শিডিউল বাতিল হয়েছিলো।
রোববার (১৭ই মার্চ) দুপুরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় রেললাইন বেঁকে চট্টগ্রাম থেকে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনের কাছে তেজেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এইচআ/