বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

রোজার ঈদের সিনেমায় একসঙ্গে চঞ্চল-নিশো

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৮ পূর্বাহ্ন, ৯ই জুলাই ২০২৫

#

চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। ছবি: সংগৃহীত

২০২৩ সালের ডিসেম্বরে ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে নির্মাতা রেদওয়ান রনি জানিয়েছিলেন, নতুন সিনেমা বানাচ্ছেন তিনি। ‘দম’ নামের সিনেমাটি তৈরি হবে সত্য ঘটনা অবলম্বনে। পোস্টারে দেখা গিয়েছিল চারপাশে পাহাড়, মরুভূমি আর তার মধ্যে একটি গাধার সামনে হাঁটু গেড়ে বসে রয়েছে একটি ছেলে। তার চোখ বাঁধা। ধারণা করা হয়েছিল, উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি দেওয়া প্রবাসীদের সংগ্রামের গল্পই ফুটে উঠবে সিনেমায়।

তখনই জানানো হয়েছিল, দম সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। অভিনেতা নিজেও বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন, ‘এ সিনেমার গল্পটা যখন রনি আমাকে শোনায়, তখন হতবাক হয়ে গিয়েছিলাম। অসাধারণ একটা গল্প। আমার চরিত্রটা বেশ চ্যালেঞ্জের।’

এবার জানা গেল, দম সিনেমায় চঞ্চল চৌধুরীর সঙ্গে আফরান নিশোও থাকবেন। ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র পর দম হতে যাচ্ছে নিশোর তৃতীয় সিনেমা। এটি দিয়ে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে চঞ্চল ও নিশোকে। আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। অনেক বছর ধরে এমন গল্পই খুঁজছিলাম, বিশেষত চরিত্রটির মধ্যে এমন এক শক্তি রয়েছে, যা শুধু আমার না, দর্শকদের জীবনেও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।’

জে.এস/

চঞ্চল চৌধুরী ‌ আফরান নিশো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন