বৃহস্পতিবার, ২রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্লোটিলা থেকে আটক ২২৩ জনকে ইউরোপে পাঠাবে ইসরায়েল, জাহাজগুলোর ভাগ্য অনিশ্চিত *** নিঃসঙ্গতা কাটাতে ৭৫ বছর বয়সে বিয়ে, অতঃপর... *** দুর্গাপূজায় বেশ কয়েকটি নতুন গান *** পুতিন কেন সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলেন *** বিজয়া দশমীতে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব *** হোগলাপাতার নান্দনিক সাজে পরিবেশবান্ধব পূজামণ্ডপ, মুগ্ধ দর্শনার্থীরা *** গ্রেটা থুনবার্গসহ গাজামুখী নৌবহরের বেশ কয়েকজনকে আটক করেছে ইসরায়েল *** গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় প্রয়োজন সুষ্ঠু নির্বাচন: আবদুল আউয়াল মিন্টু *** ইসরায়েলি যুদ্ধজাহাজ কাছাকাছি এলাকায়, গাজামুখী নৌবহরে হস্তক্ষেপের শঙ্কা *** বিমানবন্দরে জনদুর্ভোগ সৃষ্টি, এম এ মালিককে সতর্ক করল বিএনপি

তদন্তের স্বার্থে সচিবালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না কর্মচারীদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৭ পূর্বাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার পর থেকে প্রশাসনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৬শে ডিসেম্বর) সকাল থেকে সচিবালয়ের সব গেট বন্ধ রাখা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। ফলে অনেকেই বাইরে অপেক্ষা করছেন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বুধবার রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। রাত ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আটটি ইউনিট কাজ করলেও পরে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১৯টি করা হয়। ছয় ঘণ্টার চেষ্টায়, বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাত নম্বর ভবনের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা সৈয়দ সাইফুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মীরা সকাল থেকেই সচিবালয়ে আসেন। কিন্তু ভেতরে ঢুকতে না পেরে তারা বাইরে অপেক্ষা করতে বাধ্য হন। অনেকেই এমন একটি সুরক্ষিত স্থানে কীভাবে আগুন লাগল, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ এই ঘটনাকে নাশকতা বলে সন্দেহ করছেন।

গৃহায়ণ ও গণপূর্ত সচিব হামিদুর রহমান খান বলেন, আগুন লাগার ঘটনায় দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং ভবন পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।

এসি/ আই.কে.জে/       

সচিবালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250