বৃহস্পতিবার, ২রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হোগলাপাতার নান্দনিক সাজে পরিবেশবান্ধব পূজামণ্ডপ, মুগ্ধ দর্শনার্থীরা *** গ্রেটা থুনবার্গসহ গাজামুখী নৌবহরের বেশ কয়েকজনকে আটক করেছে ইসরায়েল *** গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় প্রয়োজন সুষ্ঠু নির্বাচন: আবদুল আউয়াল মিন্টু *** ইসরায়েলি যুদ্ধজাহাজ কাছাকাছি এলাকায়, গাজামুখী নৌবহরে হস্তক্ষেপের শঙ্কা *** বিমানবন্দরে জনদুর্ভোগ সৃষ্টি, এম এ মালিককে সতর্ক করল বিএনপি *** অভিনেতা ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে *** ভারতে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে অসুর রূপে উপস্থাপন নিন্দনীয় ও অসম্মানজনক: ধর্ম উপদেষ্টা *** স্বস্তি ফিরছে খাগড়াছড়িতে, যান চলাচল শুরু *** পুলিশের হাতে কামড় দিয়ে পালানো আসামি অবশেষে... *** ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু

পুতিন কেন সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৫ পূর্বাহ্ন, ২রা অক্টোবর ২০২৫

#

ছবি: এএফপি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট চালু করার পরিকল্পনা করছেন না বলে সোমবার (২৯শে সেপ্টেম্বর) টিএএসএসকে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আরটি'র।

পেসকভ ব্যাখ্যা করে বলেন, প্রেসিডেন্ট ‘সরকারি ক্রেমলিন চ্যানেলে সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিত আছেন।’ তবে ব্যক্তিগতভাবে যুক্ত হওয়ার ইচ্ছা নেই তার, কারণ ‘তিনি অনেকবার বলেছেন, এটি তার জন্য নয়।’

এর আগে মুখপাত্র জানান, ক্রেমলিনের কর্মকর্তারা পুতিনকে নিয়মিত অনলাইনে আলোচিত বিষয়গুলো সম্পর্কে অবহিত করেন, আবার তার পরিবার ও পরিচিতরাও মাঝে মাঝে তথ্য শেয়ার করেন।

২০১৭ সালে পুতিন বলেছিলেন, তার সময়সূচিতে ইন্টারনেট ব্রাউজ করার অবকাশ নেই। তিনি আরো বলেন, যেটুকু অবসর সময় পাওয়া যায় তা ফিটনেস ও মানসিক স্বস্তি আনতে সহায়ক অন্যান্য কাজে ব্যয় করাই উত্তম।

তিনি বলেছিলেন, ‘আমি সময়সূচি এমনভাবে সাজাই যাতে সৃজনশীল বিকাশের জন্য সময় থাকে—যেমন গান শোনা, খেলাধুলা বা বন্ধুদের সঙ্গে কথা বলা। যদি এর জন্য সময় বের করতে না পারেন, তবে অন্য কিছুর জন্যও সময় বের করা যাবে না।’

পুতিন মোবাইল ফোন ব্যবহারে অনাগ্রহী বলেও পরিচিত—যা তার সমর্থকদের কাছে গুরুত্বপূর্ণ নিরাপত্তাগত সম্পদ হিসেবে বিবেচিত। ২০১৫ সালে এনএসএ হুইসলব্লোয়ার এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথিতে প্রকাশ পায়, আমেরিকা বিদেশি রাষ্ট্রপ্রধানদের ফোনে আড়ি পেতেছিল, যার মধ্যে ঘনিষ্ঠ মিত্র তৎকালীন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলও ছিলেন।

জে.এস/

ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250