ছবি: সংগৃহীত
আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবি জানিয়েছে সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজ।
রোববার (৫ই মে) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে বি-স্ক্যানের মেজর (অব.) জহিরুল ইসলাম বলেন, ২০০৫ সালে যে ভাতা ২০০ টাকা দেওয়া হতো তা ২০২৪ সালে হয়েছে ৮৫০ টাকা। গত ১৯ বছরে ভাতা বেড়েছে মাত্র ৬৫০ টাকা। তাহলে পাঁচ হাজার টাকা ভাতা বৃদ্ধিতে কত বছর লাগবে? দেশের সিংহভাগ প্রতিবন্ধী মানুষ যেখানে বেকার বা স্বল্পমজুরিতে কর্মরত, অনেকেই পরিবারের ওপর নির্ভরশীল- সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাতা তাদের জীবনের একটি বড় অবলম্বন।
আরো পড়ুন: খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার
সংবাদ সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রতিবন্ধী ভাতার একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। সেখানে বলা হয়, প্রতিবন্ধী ভাতা শ্রীলঙ্কায় ৫০০০ টাকা, নেপালে প্রতিবন্ধিতার মাত্রার ভিত্তিতে ২ হাজার ২০০ টাকা থেকে ৪ হাজার টাকা পর্যন্ত, ভারতের দিল্লিতে ২ হাজার ৫০০ রুপি, পাকিস্তানে ২ হাজার রুপি।
সংবাদ সম্মেলনে প্রতিবন্ধীদের ভাতা ৫ হাজার টাকা করার দাবি জানানো হয়। পাশাপাশি সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের জন্য কোটা পুনঃপ্রবর্তনসহ ১১ দফা দাবি জানানো হয়।
এইচআ/