শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত *** জাতীয়ভাবে লালন উৎসব উদযাপন অব্যাহত থাকবে: মোস্তফা সরয়ার ফারুকী *** নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি *** জুলাই সনদে স্বাক্ষর না করার যে ব্যাখ্যা দিল এনসিপি *** হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** স্বাধীনতার ঘোষণাপত্র থাকছে জুলাই সনদে, স্পষ্ট হলো নোট অব ডিসেন্ট *** আন্দোলনের অগ্রদূতদের অংশগ্রহণ ছাড়া জুলাই সনদ অর্থহীন: মঈন খান *** জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল *** জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে জাতির সঙ্গে গাদ্দারি হবে: তাহের *** জুলাই যোদ্ধাদের ওপর লাঠিচার্জ, টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ প্রসঙ্গে যা বললেন সারজিস

সব মাল্টিপ্লেক্সে টিকিটের দাম হবে ২০০ রুপি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

#

প্রতীকী ছবি

দিনে দিনে সিনেমা হয়ে উঠছে মাল্টিপ্লেক্সনির্ভর। কিন্তু অতিরিক্ত খরচের কারণে মধ্যবিত্ত বা নিম্নমধ্যবিত্ত থেকে শুরু করে অনেকে ইচ্ছে থাকা সত্ত্বেও মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যেতে পারেন না। তাই সব শ্রেণির দর্শকের কথা মাথায় রেখে টিকিটের দাম নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারতের কর্ণাটক সরকার। সেই সিদ্ধান্ত কার্যকর হলে স্থানীয় সব মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা যাবে ২০০ রুপিতে। খবর ইন্ডিয়া টুডের।

সম্প্রতি একটি খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতের কর্ণাটক সরকার, যেখানে রাজ্যের সব ধরনের সিনেমা হলে টিকিটের সর্বোচ্চ মূল্য ২০০ রুপি নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। শুধু আঞ্চলিক ভাষার সিনেমা নয়, যে কোনো ভাষার সিনেমার টিকিটের দাম হবে ২০০ রুপি। এ দামের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে আয়কর। ২০১৪ সালের কর্ণাটক সিনেমা (নিয়ন্ত্রণ) বিধিমালায় সংশোধন এনে এ প্রস্তাব রাখা হয়েছে। যাতে বলা হয়েছে, সব ভাষার সিনেমা ও সব ধরনের থিয়েটারের জন্য এ সীমা কার্যকর হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, খসড়াটি এখন জনগণের মতামতের জন্য প্রকাশ করা হয়েছে এবং ১৫ দিনের মধ্যে আপত্তি বা পরামর্শ জেনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদি এটি অনুমোদিত হয়, তাহলে ১লা আগস্ট থেকে রাজ্যজুড়ে তা কার্যকর হবে।

জে.এস/

মাল্টিপ্লেক্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250