শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে ইউরোপের শক্তিধর দেশগুলো যা ভাবছে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৪ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং জি-৭ এর অংশ হওয়ায় ফ্রান্সের এমন সিদ্ধান্ত বেশ গুরুত্ব বহন করে। তবে ইউরোপের শক্তিধর কয়েকটি দেশ এখনো স্বীকৃতির বিষয়টিকে বিবেচনাধীন রেখেছে। খবর বিবিসির।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান শক্তি জার্মানি মনে করে ইসরায়েলের সঙ্গে দ্বি-রাষ্ট্র সংক্রান্ত শান্তি আলোচনা শেষে স্বীকৃতি দেওয়া উচিত।  

ইসরায়েল-হামাস যুদ্ধের সবচেয়ে জোরালো সমালোচক হিসেবে বিবেচিত বেলজিয়াম ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়টি মূল্যায়ন করছে। তারা আগামী সেপ্টেম্বর মাসে একটি সিদ্ধান্তে আসতে পারে।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার গত মে মাসে বলেছিলেন, তিনি ব্যক্তিগতভাবে এটিকে বুদ্ধিমানের পদক্ষেপ মনে করেন না। কারণ, এমন একটি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে; যেটির সীমানা, কর্তৃপক্ষ কারা তা স্পষ্ট নয়। তাই কার সঙ্গে অংশীদার হিসেবে কথা বলা উচিত, তা জানা যাচ্ছে না।

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে চাপ দিচ্ছেন বেশ কয়েকজন সংসদ সদস্য। লেবার ও লিবারেল ডেমোক্র্যাটিকের কয়েক এমপি দাবি করেছেন, শর্তহীনভাবে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া অপরিহার্য হয়ে পড়েছে। এ অবস্থায় কিয়ের স্টারমার জানিয়েছেন, এ বিষয়ে তিনি ফ্রান্স ও জার্মানির নেতাদের সঙ্গে জরুরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। 

বিবিসির আন্তর্জাতিক বিভাগের সম্পাদক জেরেমি বোয়েন লিখেছেন, ফ্রান্সের এমানুয়েল মাখোঁ হয়তো মনে করছেন, স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত দ্বি-রাষ্ট্র সমাধানের পথে প্রাণ সঞ্চার করবে। তবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে গ্রহণ না করার ব্যাপারে ইসরায়েল দৃঢ় প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার অবস্থান স্পষ্ট করে বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র হতে পারে ইসরায়েলকে ধ্বংস করার ‘লঞ্চপ্যাড’। ফ্রান্সের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে আমেরিকাও।

পলিটিকো জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশের মধ্যে ১১টি এর মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে আছে, স্পেন, রোমানিয়া, সুইডেন, আয়ারল্যান্ড ও বুলগেরিয়া।

ইইউ ফিলিস্তিন ইউরোপীয় ইউনিয়ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250