রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আগামী অর্থবছর থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক’ *** দুঃসাধ্য সাধন করতে চান ট্রাম্প, ৯০ দিনে ৯০টি বাণিজ্য চুক্তির লক্ষ্য! *** নানা মত–ধর্ম–রীতির মধ্যেও আমরা এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা *** আসছে পুরুষের জন্মনিরোধক পিল, কাজ করবে হরমোন পরিবর্তন ছাড়াই *** মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় আটক, তা সঠিক হয়নি: আসিফ নজরুল *** রেকর্ড জয়ে শুরু করা বাংলাদেশের প্রতিপক্ষ আজ আয়ারল্যান্ড *** ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার *** 'পয়লা বৈশাখ উদযাপনের সঙ্গে ধর্মবিশ্বাসের সংঘাত নেই' *** ফিলিস্তিনিদের দাবির সঙ্গে বাংলাদেশের সবাই আছে *** খেলাধুলার জগতে এখন রোনালদো সবচেয়ে বড় ব্র্যান্ড

স্মার্টফোন ছাড়া ১ মাস থাকলেই ১১ লাখ টাকা দেবে দই কোম্পানি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

প্রতীকী ছবি

প্রযুক্তির এই চূড়ান্ত উৎকর্ষতার যুগে টানা এক মাস স্মার্টফোন ছাড়া থাকা অকল্পনীয়ই বটে। তবে কষ্ট করে যদি এক মাস কেউ থাকতে পারেন, তবে মিলবে ১০ হাজার ডলার পুরস্কার (বাংলাদেশে আজকের ডলারের রেট অনুযায়ী ১০ লাখ ৯৭ হাজার ২৮৯ টাকা)। সম্প্রতি ‘সিগিস ডেইরি’ নামের একটি মার্কিন প্রতিষ্ঠান এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে ইউএসএ টুডে।

সিগিস ডেইরি আইসল্যান্ডিকভিত্তিক প্রতিষ্ঠান। এরা দই তৈরি করে থাকে। মানুষের স্মার্টফোন আসক্তি দূর করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি সম্প্রতি ‘ডিজিটাল ডিটক্স’ নামে একটি প্রতিযোগিতার ঘোষণা দেয়। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের টানা ৩০ দিন স্মার্টফোন থেকে দূরে থাকতে হবে। যারা এই প্রায় অসাধ্য কর্মটি সাধন করতে পারবেন, তাদের মধ্য থেকে ভাগ্যবান ১০ জনকে ১০ হাজার ডলারসহ অন্যান্য পুরস্কার দেওয়া হবে।

আরো পড়ুন : আমিষসমৃদ্ধ চাল ‘মিটি রাইস’ উদ্ভাবন দক্ষিণ কোরিয়ায়

সিগিস ডেইরির ওয়েবসাইটে বলা হয়েছে, স্মার্টফোনের আসক্তি অ্যালকোহলের আসক্তির পর্যায়ে চলে যাচ্ছে। আমরা তাই মানুষকে স্মার্টফোন থেকে দূরে থাকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। আশা করি এতে মানুষ একটি স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে নতুন বছর শুরু করতে পারবে।

সিগিজ ডেইরি আরও জানিয়েছে, পুরস্কার হিসেবে ভাগ্যবান ১০ জন পাবেন নগদ ১০ হাজার ডলার, একটি স্মার্টফোন লকবক্স, একটি উন্নতমানের পুরনো ফ্যাশনের ফ্লিপ ফোন, এক মাসের প্রিপেইড সিম কার্ড ও ৩ মাসের সমমূল্যের সিগির দই।

তবে প্রতিযোগিতাটি সারা বিশ্বের জন্য উন্মুক্ত নয়। শুধু আমেরিকার কলম্বিয়াসহ আশপাশের ৫০টি অঙ্গরাজ্যের বাসিন্দারা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন, যাদের বয়স ১৮ বছর বা তার বেশি।

গত ৩১শে জানুয়ারি পর্যন্ত প্রতিযোগিরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণের ফরম জমা দিতে পেরেছেন। এখন ফলাফলের অপেক্ষায় রয়েছেন। সিগিস ডেইরি জানিয়েছে, খুব শিগগিরই ইমেইলের মাধ্যমে বিজয়ীদের ফলাফল জানানো হবে।

এস/ আই. কে. জে/ 

স্মার্টফোন দই কোম্পানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন