ছবি: সংগৃহীত
১৩ কেজি ওজনের বিশাল এক কাতল মাছ ধরা পড়েছে দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে। মাছটি ২০ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।
রোববার (২৯শে ডিসেম্বর) ভোরে পদ্মা নদীর চরকর্ণসোনা এলাকায় জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পরে।সকাল ৭টার দিকে দৌলতদিয়া টার্মিনালে মিলনের মৎস্য আড়তে মাছটি প্রকাশ্য নিলামে প্রতি কেজি ১৫০০ টাকা দরে মোট ১৯ হাজার ৫০০ টাকায় ক্রয় করেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।
স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, কাতল মাছটি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ২০ হাজার ৮০০ টাকায় রাজধানী ঢাকাতে একজন ক্রেতার কাছে বিক্রি করেছি।
আরও পড়ুন: টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে নারীসহ গ্রেফতার ১০
রাজবাড়ী জেলা মৎস্য দফতরের সহকারী পরিচালক মো. লতিফুর রহমান বলেন, সম্প্রতি সময়ে পদ্মা নদীতে জেলেদের জালে বড় আকারের ঢাই, ব্ল্যাক কার্প, রুই, কাতল, মৃগেল, বাগাড়, পাঙাস, ইলিশ, বোয়াল, চিতলসহ নানা প্রকার মাছ ধরা পড়ছে। এই মাছগুলো বিক্রি করে জেলেরা ভালো লাভ অর্জন করছেন।
এই ঘটনা প্রমাণ করে পদ্মা নদী বর্তমানে বড় মাছের জন্য অনেকটাই সমৃদ্ধ, যা জেলেদের জন্য আশীর্বাদস্বরূপ।
এসি/কেবি
খবরটি শেয়ার করুন