শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান *** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন

ইন্দোনেশিয়ায় বিশ্বের বৃহত্তম ‘একদিনের নির্বাচন’ চলছে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১২ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনের মাধ্যমে বিদায়ী জনপ্রিয় প্রেসিডেন্ট জোকো উইদোদোর উত্তরসূরি বেছে নেবেন দেশটির জনগণ।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইন্দোনেশিয়ার এই নির্বাচন বিশ্বের সবচেয়ে বড় একদিনের নির্বাচন। এই নির্বাচনে দেশটির ১৭ হাজার দ্বীপজুড়ে প্রায় ২০ কোটি ৫০ লাখ মানুষ ভোট দেবেন। এবারের ভোটে প্রেসিডেন্ট ছাড়াও ভাইস প্রেসিডেন্ট, ৫৮০ জন সংসদ সদস্য, ২০ হাজারের বেশি আঞ্চলিক আইনপ্রণেতা নির্বাচন করবেন দেশটির ভোটাররা। এসব পদে প্রায় ২ লাখ ৬০ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জোকো উইদোদোর স্থলাভিষক্ত হতে প্রেসিডেন্ট পদে লড়াই করছেন সাবেক জেনারেল সুবিয়ান্তো, জাকার্তার সাবেক গভর্নর অ্যানিস বাসওয়েদান ও মধ্য জাভার সাবেক গভর্নর গাঞ্জার প্রানোও। তবে এই তিন প্রার্থীর মধ্যে জনমত জরিপে ৭২ বছর বয়সী সুবিয়ান্তো এগিয়ে রয়েছেন।

আরো পড়ুন: সরকার গঠনের ঘোষণা, শেহবাজকে প্রধানমন্ত্রী করতে চান নওয়াজ 

দুটি সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী, জেনারেল সুবিয়ান্তো এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হবেন। তিনি সংখ্যাগরিষ্ঠ জনগণের ভোট পাবেন। তিনি মোট ভোটের প্রায় ৫২ শতাংশ পেতে পারেন। ফলে দ্বিতীয় দফায় আর ভোটের আয়োজন করতে হবে না।

ইন্দোনেশিয়ার সংবিধান অনুযায়ী, কোনো প্রার্থীকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে হলে মোট ভোটের ৫০ শতাংশের বেশি পেতে হবে। এছাড়া তাকে দেশের ৩৮টি প্রদেশে অর্ধেকের বেশি এলাকায় পাঁচ ভাগের এক ভাগ ভোট পেতে হবে। এমনটা না হলে নির্বাচনে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী দুই প্রার্থীর মধ্যে আবার ভোট হবে।

সূত্র: বিবিসি 

এইচআ/ 

প্রেসিডেন্ট নির্বাচন ইন্দোনেশিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250