দেশকে নিয়ে বহির্বিশ্বে অনেক অসত্য খবর প্রচার হচ্ছে। এ বিষয়ে দেশের গণমাধ্যমকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৪শে জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটরস গিল্ডের সঙ্গে এক মতবিনিময়ে এ আহ্বান জানান সরকারপ্রধান।
এ সময় গণমাধ্যমকর্মীদের খবর প্রচারে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল পেয়েছে মানুষ, এবার কুফলটা পেলো। মানুষকে দোষ দেই না আমি। মিথ্যাচারের হাত থেকে দেশকে রক্ষায়, মানুষ যাতে সঠিক সংবাদ জানতে পারে, সেভাবেই সংবাদ পরিবেশন করুন আপনারা।
সরকারপ্রধান বলেন, আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার আশপাশে সারা দেশ থেকে শিবির ও ছাত্রদলের ক্যাডাররা এসে আশ্রয় নিয়েছিল। ছাত্র আন্দোলনে লাশ পড়ার আগেই স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য চলে এলো যে, লাশ পড়ে গেছে। লাশের খবর দিলো কে তাদের? লাশ ফেলার নির্দেশটা কে দিলো?
তিনি আরও বলেন, যারা আজ দেশের সর্বনাশটা করলো, তারা গণমানুষের জন্য বানানো সব স্থাপনায় আঘাত করলো। ক্ষতি হলো জনগণের। তাই জনগণকেই এই জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সোচ্চার হতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা এনেছি আমরা, এটা তো বৃথা যেতে পারে না। যতক্ষণ আছি, ততক্ষণ মানুষের যাতে কষ্ট না হয়, তার জন্য যা যা করণীয় আমি করবো। তাতে কে গালি দিলো আর সুনাম করলো, ওইটা নিয়ে আমি চিন্তা করি না। আমি চাই দেশের মানুষ ভালো থাকুক।
বৈঠকে ইন্টারনেট বন্ধ করা এবং এরপর সীমিত পরিসরে চালুর বিষয়টি নিয়ে কথা হয়। অনেকেই ইন্টারনেট পুরোপুরি খুলে দেয়ার পরামর্শ দেন, একই সঙ্গে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম সাময়িক বন্ধ রাখার পক্ষে মত দেন তারা।
ওআ/ কেবি/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন