ছবি: সংগৃহীত
বিশ্ব ইজতেমার রেওয়াজ অনুযায়ী দ্বিতীয় দিনে ইজতেমা স্থলে বয়ান মঞ্চের পাশে হযরত ফাতেমা (রা.) ও হযরত আলী (রা.) এর বিয়ের দেনমোহর অনুসারে বিনা যৌতুকের বিয়ে পড়ানো হবে আজ শনিবার (১লা ফেব্রুয়ারি) বিকেলে।
বাদ আসর ভারতের মাওলানা জুহায়ের সাহেব এই যৌতুকবিহীন বিয়ে পড়াবেন বলে জানা গেছে। বিয়ের আগে খুতবা প্রদান করা হবে। বয়ান শেষে ওইসব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বরের উপস্থিতিতে বিয়ে পড়ানো হবে। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মাঝে খোরমা খেজুর বিতরণ করার রেওয়াজ রয়েছে।
আরও পড়ুন: বইমেলা প্রাঙ্গণে শেষবেলার প্রস্তুতি, আজ উদ্বোধন
বিশ্ব ইজতেমার শুরায়ি নেজাম, তাবলিগ জামাত বাংলাদেশ’র মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
এসি/ আই.কে.জে