ছবি: সংগৃহীত
চাকরির পাশাপাশি বাড়তি আয় ও অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে গড়ে তুলেছেন ৭ বিঘা আয়তনের পেয়ারা বাগান। ঝিনাইদহ জেলার সদর উপজেলার তরুণ উদ্যোক্তা শামসুজ্জামান কৃষিতেই স্বপ্ন দেখেন। শখের বশে শুরু করেছিলেন পেয়ারা চাষ।
উপজেলার হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শামসুজ্জামানের বাগানে এখন মাল্টা, হলুদ কমলা, বাতাবি লেবুসহ নানা প্রজাতির ফলের উৎপাদন হচ্ছে। বাণিজ্যিক চাষাবাদ শুরু করার পর তিনি পেয়েছেন সাফল্য। বহু যুবকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন তিনি।
পেয়ারা বাগানে গেলে শামসুজ্জামান কথা বলেন প্রাণ খুলে। জানান নানা অজানা কথা।
তিনি বলেন, পেয়ারা ও ড্রাগন চাষের প্রতি আগ্রহ বেড়ে যায় কোটচাঁদপুরে একটি বাগান দেখার পরে। তারপর আমি বাড়িতে এসে পরিত্যক্ত অল্প পরিমাণ জমিতে পরীক্ষামূলক পেয়ারা চাষ করি। জাত নির্ণয়ের জন্য চাষ শুরু করলেও পরে বাণিজ্যিক ভিত্তিতে পেয়ারা আবাদ শুরু করেছি। ৭ বিঘা জমিতে আমার ১২০০ পেয়ারা গাছ রয়েছে। লেবু গাছ আছে ৭০০। লেবু গাছে এখনো ফল ধরেনি। পেয়ারা গাছগুলো বছর জুড়ে আশানুরুপ ফল দিচ্ছে।
ছেলের পেয়ারা চাষের প্রথম দিকের অভিজ্ঞতার কথা জানিয়ে শামসুজ্জামানের বাবা মো. ইউসুফ আলী বিশ্বাস বলেন, আমি সারাজীবন চাষাবাদ করেছি। ছেলে-মেয়েরা লেখাপড়া শিখেছে আমার কৃষি উৎপাদনে অর্জিত টাকা পয়সায়। বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করার পর শামসুজ্জামান পেয়ারা চাষ শুরু করে। এ নিয়ে নানান মানুষ নানান কথা বললেও আমি তাকে উৎসাহ দিয়েছি সবসময়। ছেলের তৈরি বাগানের ফল দেখলে ভালো লাগে।
বাগান ঘুরিয়ে দেখানোর সময় গল্পে গল্পে উদ্যোক্তা শামসুজ্জামান জানান, প্রতি বিঘা পেয়ারা চাষে মজুরি খরচ, পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে প্রায় ১ লাখ টাকা খরচ হয়। পেয়ারা গাছে তিনি কম্পোস্ট সার প্রয়োগ করেন। নিজেই শিখেছেন কম্পোস্ট তৈরির প্রক্রিয়া। বাগানের একপাশে খোলা জায়গায় কম্পোস্ট গাদা বানিয়েছেন। গোবর, ঝরাপাতা, খুড়কুটো, পানি ও সামান্য রাসায়নিক দ্রবণের সংমিশ্রণে নিজেই কম্পোস্ট সার তৈরি করেন।
তিনি জানান, ২০ হাজার টাকা খরচ করে বানানো কম্পোস্ট সার ৭ বিঘা জমিতে প্রয়োগ করলে তার কার্যকারিতা ১ বছর সক্রিয় থাকে। কম্পোস্ট সার প্রয়োগের ফলে বাগানে রাসায়নিক সারের ব্যবহার প্রায় ৯০ শতাংশ কমে যায়। এতে ফলের উৎপাদন বাড়ে। ফলের পুষ্টিগুণাগুণও সমুন্নত থাকে। বাগানের পরিচর্যায় প্রতিদিন ৪ জন শ্রমিক নিয়োগ করা আছে।
আরও পড়ুন: ভোলার চরাঞ্চলে সবজির ব্যাপক ফলন, দামেও খুশি কৃষক
বেকার তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়ে শামসুজ্জামান বলেন, আমি চাইলেই জমি বর্গা দিয়ে আরাম আয়েশে থাকতে পারতাম। কিন্তু আমি নিজে চাষাবাদ শুরু করায় অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এটাই আমার ভালো লাগে।
এসি/ আই.কে.জে