শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাহফুজ-সারজিসরা গণ–অভ্যুত্থানের প্রকৃত নায়ক নন, যা বললেন মুজাহিদুল ইসলাম সেলিম *** মানুষের শরীরে শূকরের যকৃৎ, চীনা চিকিৎসকদের সাফল্য *** দায়মুক্তি পাচ্ছেন ডিজিটাল নিরাপত্তা আইনের ৮টি ধারার মামলার আসামিরা *** নোবেল না পেলে ট্রাম্পের প্রতিক্রিয়া কী হবে—শঙ্কিত নরওয়ে *** অবশেষে গাজায় শান্তির আভাস, শান্তিচুক্তি সই *** সেফ এক্সিটকে সন্দেহের চোখে দেখছে বিএনপি, বিব্রত কোনো কোনো উপদেষ্টা *** থেমেছে ইসরায়েলি যুদ্ধবিমান–কামানের গর্জন, ২ বছর পর শান্তির ঘুমে গাজাবাসী *** জামায়াতে ৪৩ শতাংশ নারী—এটা খুশির খবর, কিন্তু তাদের দেখা যায় না: শারমীন মুরশিদ *** তহবিলসংকটের কারণে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী কমাচ্ছে জাতিসংঘ *** খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি: রিজভী

তারকাখ্যাতি, ধর্মান্তর—সুখী হয়েছেন কী আলোচিত এই নায়িকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫২ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনেক সময় সকালের সূর্য দিনের সঠিক পূর্বাভাস দেয় না। সেটা যদি হয় হিন্দি সিনেমার দুনিয়া, তাহলে তো কথাই নেই। অনেকে কৈশোরেই রাতারাতি তারকাখ্যাতি পান, কিন্তু পরে আর সে সাফল্য ধরে রাখতে পারেন না। তেমনই একজন সোনম।

কৈশোরে বলিউডে পা রেখেই পেয়েছিলেন অল্প সময়ে ব্যাপক সাফল্য। মাধুরী দীক্ষিত ও শ্রীদেবীর মতো তারকাদের সমকক্ষ হয়ে ওঠেন, পাশাপাশি কাজ করেছেন অমিতাভ বচ্চন, ঋষি কাপুর, নাসিরুদ্দিন শাহদের মতো কিংবদন্তিদের সঙ্গে। অথচ খ্যাতির চূড়ায় পৌঁছেই হঠাৎ নেওয়া এক সিদ্ধান্ত আমূল বদলে দিল তার জীবন। তথ্যসূত্র: ইন্ডিয়াডটকম।

মাত্র ১৪ বছর বয়সে বলিউডে অভিষেক ঘটে সোনমের। ১৯৮৮ সালে মুক্তি পায় তার প্রথম ছবি ‘বিজয়’। এরপর এল ‘ত্রিদেব’, ‘আজুবা’র মতো ছবির সাফল্য। ‘ওয়ে ওয়ে…তিরছি টুপি ওয়ালে’ গানের মাধ্যমে রাতারাতি তারকাখ্যাতি পান তিনি। কিন্তু ক্যারিয়ারের সেই তুঙ্গ মুহূর্তেই এমন একটি পদক্ষেপ নিলেন, যা বদলে দিল সবকিছু।

মাত্র ১৮ বছর বয়সেই সোনম বিয়ে করেন নিজের থেকে দ্বিগুণ বয়সী পরিচালক রাজীব রাইকে। রাজীব ছিলেন বিখ্যাত প্রযোজক গুলশন রাইয়ের ছেলে, যিনি ‘দেওয়ার’, ‘মোহরা’র মতো ছবি উপহার দিয়েছেন বলিউডকে। বিয়ের পর সোনম ধর্ম পরিবর্তন করেন এবং সিনেমার জগত থেকে সরে দাঁড়ান।

সালমান খানের ‘বাগি’ সিনেমার প্রস্তাব আসে, কিন্তু সোনম প্রস্তাব ফিরিয়ে দেন। কেবল এটিই নয়, ওই সময়ে অনেক বড় সিনেমার প্রস্তাবেও রাজি হননি সোনম। ২০ বছর বয়সে মা হওয়ার পর পুরোপুরি পরিবারে মনোনিবেশ করেন; স্বামীর সঙ্গে বিদেশে চলে যান।

কিছুদিন পরই সম্পর্কের ফাটল দেখা দিল। শোনা যায়, রাজীব রাই আন্ডারওয়ার্ল্ড, বিশেষ করে আবু সালেমের সঙ্গে যোগাযোগ রাখতেন। এ ভয়েই তারা মুম্বাই ছেড়ে বিদেশে চলে যান। তবে সোনম বিদেশে স্থায়ী হতে চাননি। তিনি ছেলেকে নিয়ে মুম্বাই ফিরে আসেন এবং একাই ছেলেকে মানুষ করেন। ছয় বছরের মাথায় ভেঙে যায় তাদের দাম্পত্য সম্পর্ক।

অনেক বছর পর, ২০১৭ সালে আবার বিয়ে করেন সেনাম। বর মুরালি নামের এক ব্যক্তি। তিনি সিনেমা–দুনিয়ার কেউ নন। তখন সোনমের ছেলে গৌরবের বয়স ২৫। মজার ব্যাপার, দ্বিতীয় বিয়ের খবরটি সোনম প্রকাশ করেন আরও আট বছর পর, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে।

সব উত্থান–পতনের পরও সোনম লড়াই করে গেছেন জীবনের প্রতিটি অধ্যায়ে। একাই সন্তানকে বড় করেছেন। তবে সিনেমা–দুনিয়ায় আর ফেরা হয়নি। সোনম তাই বলিউড–ভক্তদের কাছে এক নস্টালজিয়ার নাম। ভক্তদের মনে আজও রয়ে গেছে তার রুপালি পর্দার জাদু, ‘ওয়ে ওয়ে’ গানে তার পারফরম্যান্স।

জে.এস/

বলিউড অভিনেত্রী সোনম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250