সোমবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা : তোমার বিলাসী মন, আর আমার স্বপ্নালু হৃদয় —রুম্মান সায়েম

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

তোমার বিলাসী মন, আর আমার স্বপ্নালু হৃদয়

 —রুম্মান সায়েম

ফগারের ধোঁয়ায় নিজেকে

দিয়ে বিসর্জন

তোমার ওষ্ঠরজ্ঞকযুক্ত

দন্তটিতে আমি স্থির।


তোমার ধ্যানে মগ্ন হয়ে,

আত্মবলিদান দিতে গিয়েই,

তোমার সৌন্দর্যে উদ্ভাসিত-বিমোহিত হয়ে

মাঠ পরিত্যাগ করে

তোমার কাছে ফিরে আসা…।।


বলো কেমন আছো…?

আমার অনুপস্থিতি কি

তোমার বিলাসী হৃদয়কে

স্পর্শ করতে পেরেছিল…?


তবে আমার হৃদয় পদ্মে

তোমার উপস্থিতি

বরাবর সরবেই ছিল…।।


বরাবরের মতো এবারো চুপ থাকবে...?

আমি নির্লজ্জের মত

আজও উত্তর খুঁজছি…।।

আরো পড়ুন : কবিতা : আমি প্রেমিক হতে চাই -- শুভ্রহীম

এস/ আই.কে.জে/

কবিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন