ছবি: সংগৃহীত
নির্বাচনকে বানচাল করার জন্য নানামুখী ষড়যন্ত্র থাকবেই। পূজাকে কেন্দ্র করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে। যত দিন রাষ্ট্র থাকবে, যত দিন রাজনীতি থাকবে, তত দিন ষড়যন্ত্র থাকবে। সব ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য রাজনীতিবিদদের দূরদর্শিতার পরিচয় দেওয়া প্রয়োজন।
গতকাল সোমবার (২৯শে সেপ্টেম্বর) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মির্জাপুর এলাকায় নিজ বাড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দলীয় নেতা-কর্মী ও কেরানীগঞ্জবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘দেশের হাজার হাজার পূজামণ্ডপের মধ্যে এখন পর্যন্ত আমরা কোনো নেতিবাচক দিক দেখতে পাচ্ছি না। আমরা আশা করছি, শান্তিপূর্ণভাবেই শারদীয় দুর্গা উৎসব উদ্যাপিত হবে।’
আসন্ন নির্বাচন নিয়ে গয়েশ্বর চন্দ্র রায়ের ভাষ্য, অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে জাতির সামনে যে অঙ্গীকার করেছে, তাতে যদি তারা অনড় থাকে, তাহলে কেউ নির্বাচন আটকে রাখতে পারবে না। নির্বাচন না হওয়ার আশঙ্কা যারা তৈরি করছে, তারা সাম্প্রদায়িক দুশমন।
জে.এস/
খবরটি শেয়ার করুন