ছবি: সংগৃহীত
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইসলামি বইমেলার সময় ১০ দিন বাড়নো হয়েছে। গত ২২শে অক্টোবর থেকে শুরু হওয়া এই মেলা ১০ই নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী মেলা চলবে ২০শে নভেম্বর পর্যন্ত।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইসলামি বইমেলার আয়োজক কমিটির সদস্য ও গার্ডিয়ান প্রকাশনীর এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল হাসান।
প্রতি বছরই ঈদে মিলাদুন্নবি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম চত্ত্বরে ইসলামি বইমেলা হয়। তবে প্রতি বছর বাইতুল মোকাররমের দক্ষিণ গেইটে মেলার আয়োজন করা হলেও এবারের ইসলামি বইমেলা আগের চেয়ে বেশ বড় পরিসরে পূর্ব গেইটে অনুষ্ঠিত হচ্ছে।
এবারের মেলায় মূলধারার প্রায় ৮৫টি ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, আছে ১৫১টি স্টল যা অন্য বছরের তুলনায় অনেক বেশি।
আরও পড়ুন: যে দোয়া পড়লে মনের ইচ্ছা পূরণ হবে
এবারের ইসলামি বইমেলার রূপেও ব্যাপক পরিবর্তন এসেছে। মেলায় অংশগ্রহণকারী মূলধারার ইসলামি প্রকাশকরা এবার তাদের স্টলগুলো আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করে তুলতে সাজসজ্জায় যথেষ্ট গুরুত্ব দিয়েছেন।
মেলাকে উৎসবমুখর করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। থাকছে লেখক কর্নার, শিশু কর্নার, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা, ঘোষণা মঞ্চ, তথ্যকেন্দ্রসহ নানা আয়োজন। এ ছাড়া সিরাত, ফিলিস্তিন, জুলাই অভ্যুত্থানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা এবং জ্ঞানভিত্তিক কর্মশালার আয়োজনও থাকছে।
এসি/ আই.কে.জে/