মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দোহায় পররাষ্ট্র উপদেষ্টা: ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে হবে *** নির্বাচনী উপকরণ সংগ্রহ শুরু করেছে ইসি *** এই মুহূর্তে বাংলাদেশ স্বাভাবিক গণতন্ত্রের দেশ নয়: আইরিন খান *** দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে হিন্দু নেতাদের সাক্ষাৎ *** এই ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছিল একটি ম্যাটিকুলাস প্ল্যানিংয়ের মাধ্যমে: মাহমুদুর রহমান *** কথিত গোয়েন্দা এনায়েতকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান এক পুলিশ কর্মকর্তা, প্রাডো গাড়িও দেন তাকে *** তিন স্ত্রীকে মৃত দেখিয়ে এসআইয়ের চতুর্থ বিয়ে! *** কৃষকেরা আড়াই লাখ টাকা ঋণ পাবেন সিআইবি চার্জ ছাড়াই *** পৃথিবীর যে ১০ স্থানে মানুষের প্রবেশ নিষিদ্ধ *** সুশীলার মন্ত্রিসভায় দুই আমলা ও এক আইনজীবী, আকার হবে সর্বোচ্চ ১৫

অতিরিক্ত সময়ে পাল্টে গেলো দৃশ্যপট, জোড়া গোলে জিতল লিভারপুল!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৫ পূর্বাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

পুরো ম্যাচে কোনো গোল নেই, ম্যাচও গড়াচ্ছিল গোলশূন্য ড্রয়ের দিকে। কিন্তু ৯০ মিনিট শেষে যোগ করা অতিরিক্ত সময়ের প্রথম ও তৃতীয় মিনিটে পাল্টে যায় দৃশ্যপট। বদলি খেলোয়াড় দারউইন নুনিয়েজের জোড়া গোল নাটকীয়ভাবে লিভারপুলকে ২-০ গোলের জন্য এনে দিয়েছে। ঘরের মাঠে প্রায় পয়েন্ট পেতে গিয়েও হার নিয়ে ফিরল ব্রেন্টফোর্ড।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে গতকাল শনিবার (১৮ই জানুয়ারি) সফরকারী লিভারপুলই দাপুটে পারফরম্যান্স দেখাচ্ছিল। শুধু পাওয়া হচ্ছিল না কাঙ্ক্ষিত গোলটি। একের পর এক আক্রমণ শাণিয়ে ব্যর্থতা নিয়ে ফেরার আগমুহূর্তে ডেডলক ভাঙে লিভারপুল। দুটি গোলই করেছেন উরুগুইয়ান তারকা নুনিয়েজ। এ নিয়ে তিনি প্রিমিয়ার লিগে যোগ করা সময়ে ছয়টি গোল করলেন।

ম্যানচেস্টার সিটিকে আগের ম্যাচে ২-২ গোলে রুখে দেওয়া ব্রেন্টফোর্ড আজও ছিল একই পথে। শুরুর পঞ্চম মিনিটেই অবশ্য তারা এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায়। কিন্তু গোলমুখে একটি টোকা দরকার ছিল শেষ মুহূর্তে, সেটি করতে পারেননি তাদের ডেনিশ মিডফিল্ডার মিকেল। এরপর ক্রমাগত স্বাগতিকদের চেপে ধরে লিভারপুল। প্রথমার্ধেই গোলের জন্য ১৯টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে পাঁচটি। তবে সফল লক্ষ্যভেদ করতে পারেনি আর্নে স্লটের দল।

আরো পড়ুন : পর্তুগালে ক্লাব কিনছেন ভিনিসিয়ুস!

দ্বিতীয়ার্ধেও একই তালে খেলছিল দুই দল। ব্রেন্টফোর্ড চাপ সামলানোর চেষ্টার মাঝেই দুয়েকটা পাল্টা আক্রমণের সুযোগ খোঁজে। তবে কারোই ডেডলক ভাঙা হচ্ছিল না। লুইস দিয়াজের বদলে ৬৫ মিনিটে স্লট লিভারপুলের হয়ে নুনিয়েজকে নামান। শেষ পর্যন্ত তিনিই অলরেডদের নায়ক বনে গেছেন। নির্ধারিত মিনিটের শেষমুহূর্তে মোহামেদ সালাহ’র একটি শট বাইরে দিয়ে যায়। ফলে মনে হচ্ছিল গোলশূন্য সমতায় শেষ হবে ম্যাচটি।

তবে চোখের পলকে পাল্টে যায় দৃশ্যপট। যোগ করা সময়ের প্রথম মিনিটে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের প্রথম পাস বাধা পায় ব্রেন্টফোর্ড রক্ষণে। এরই মাঝে নুনিয়েজসকে বল পেয়ে বক্সের ভেতর ডান পায়ের শটে দলকে উচ্ছ্বাসে ভাসান। মিনিট দুয়েক পরই আবার তার গোল। সতীর্থের পাস নিয়ন্ত্রণে নিয়ে তিনি নিখুঁত শটে বল জালে জড়ান।

এই জয়ে ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে অলরেডদের শীর্ষস্থান আরও মজবুত হলো। ৪৪ পয়েন্ট নিয়ে আর্সেনাল দুই এবং ৪১ পয়েন্ট নিয়ে তিনে নটিংহ্যাম ফরেস্ট।

এস/ আই.কে.জে

লিভারপুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন