মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আগামী বছর থেকে টঙ্গীতে ইজতেমা করতে পারবেন না সাদপন্থীরা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৭ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

আগামী বছর থেকে টঙ্গীর ময়দানে মাওলানা সাদপন্থীরা ইজতেমার আয়োজন ও তাবলীগি কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। এই শর্তে চলতি বছর টঙ্গীতে ইজতেমার অনুমতি পেয়েছেন সাদপন্থীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শর্তটি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ঠা ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।

আগামী ১৪, ১৫ ও ১৬ই ফেব্রুয়ারি টঙ্গী ময়দানে তাবলীগ জামায়াতের (মাওলানা সাদ এর অনুসারী) বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা এবং তাবলীগি কার্যক্রম না করার শর্ত পূরণ সাপেক্ষে এই বছর দ্বিতীয় পর্বে ১৪ই থেকে ১৬ই ফেব্রুয়ারি সাদপন্থীরা বিশ্ব ইজতেমা করতে পারবেন।

হা.শা./ আই.কে.জে/   

বিশ্ব ইজতেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন